আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট দিয়ে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার কীর্তি অর্জন করেছেন এই অভিজ্ঞ তারকা। বিশেষ এই ম্যাচ খেলার মধ্য দিয়ে বেশকিছু কীর্তিও অর্জন করেছেন এই ডানহাতি ব্যাটার।
মুশফিকের শততম টেস্ট জয়ে রাঙিয়েছে বাংলাদেশ। মিরপুরে আইরিশদের ২১৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের জয়ে ব্যাট হাতে বড় অবদান রয়েছে মুশফিকেরও।
প্রথম ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি করেন মুশফিক। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন মুশকফিক। এরপর দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নেন তিনি। তাতে দলও জয় পেয়েছে বড় ব্যবধানে।
শততম টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ম্যাচটি জিতে বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটারদের পাশে জায়গা করে নিয়েছেন মুশফিক। এখন পর্যন্ত শততম টেস্ট খেলেছেন ৮৪ ক্রিকেটার। তাঁদের মধ্যে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন মুশফিকসহ ১১ ক্রিকেটার।
এখন পর্যন্ত ১১ জন ক্রিকেটার সেঞ্চুরি পেলেও শততম ম্যাচে জয় পেয়েছেন কেবল ৮ ক্রিকেটার। এই তালিকায় মুশফিকসহ আছেন গর্ডন গ্রিনিজ, ইনজামাম উল হক, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, ডেভিড ওয়ার্নার ও জো রুট। এছাড়া শততম টেস্টে সেঞ্চুরি করেছিলেন মাইকেল কলিন কাউড্রে, জাভেদ মিয়াঁদাদ ও অ্যালেক স্টুয়ার্ট। তবে সেঞ্চুরির পরও জয়ের স্বাদ পাননি তারা। তাঁদের শততম টেস্টে সেঞ্চুরির ম্যাচগুলো ড্র হয়েছিল।
মিরপুরে মুশফিকের শততম টেস্টে আগে ব্যাট করতে নেমে ৪৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে আয়ারল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৫০৯ রান। তবে রানতাড়ায় নেমে ২৯১ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। তাতে ২১৭ রানের বিশাল ব্যবধানে জয় পায় মুশফিকরা।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/বিটি