Connect with us
ক্রিকেট

গিলের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিপক্ষে অধিনায়ক রাহুল

Rahul and Gill
লোকেশ রাহুল ও শুভমান গিল। ছবি: সংগৃহীত

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিবেন উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। নিয়মিত অধিনায়ক শুভমান গিল কলকাতা টেস্টে ঘাড়ের ইনজুরিতে পড়ায় তার অনুপস্থিতিতে দায়িত্ব পাচ্ছেন রাহুল।

ইনজুরির কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকা ঋষভ পন্তও ওয়ানডে দলে ফিরেছেন দ্বিতীয় উইকেটকিপার হিসেবে। সবশেষ ২০২৪ সালের আগস্টে ওয়ানডে খেলতে নেমেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

অন্যদিকে টানা ঘরোয়া টেস্ট, টি-টোয়েন্টি এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া সফরের পর বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহকে। শ্রেয়াস আইয়ারও নেই দলে; স্প্লিনে আঘাত থেকে সেরে উঠলেও ঝুঁকি নিতে চাননি নির্বাচকরা।



মিডল অর্ডারে শ্রেয়াসের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি ব্যাটার তিলক ভর্মা। দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিপক্ষে রাজকোটে সাম্প্রতিক একদিনের সিরিজে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ওয়ানডেতে এখন পর্যন্ত চার ম্যাচে খুব একটা সাফল্য না পেলেও টি-টোয়েন্টি দলে নিয়মিত তিনি।

মিডল অর্ডারে তিলকের সঙ্গে জায়গার লড়াইয়ে থাকবেন পন্তও। এই অংশে আছেন বিরাট কোহলি, রাহুল এবং বিরতির পর ফিরতে যাওয়া অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডার হিসেবে আরও আছেন নিতীশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। তবে জায়গা হয়নি আক্সার প্যাটেলের।

গিলের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গী হিসেবে ওপেনিংয়ে খেলতে পারেন যশস্বী জয়সওয়াল। রিজার্ভ ওপেনার হিসেবে রাখা হয়েছে রুতুরাজ গায়কোয়াডকে, যিনি দক্ষিণ আফ্রিকা ‘এ’-র বিপক্ষে দুর্দান্ত ফর্মে ছিলেন। আফ্রিকা ‘এ’-র বিপক্ষে সিরিজে রুতুরাজের ইনিংস ছিল ১১৭, ৬৮* এবং ২৫ রান।

বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজকেও, টানা চারটি হোম টেস্ট খেলায় তাকে বিশ্রামে রেখেছে নির্বাচকরা। পেস আক্রমণে থাকবেন অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ ও হার্ষিত রানা। ব্যাকআপ মিডল অর্ডার ব্যাটার হিসেবে দলে যুক্ত হয়েছেন ধ্রুব জুরেল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর রাঁচিতে, দ্বিতীয় ম্যাচ ৩ ডিসেম্বর রায়পুরে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ৬ ডিসেম্বর বিশাখাপট্টনমে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের ওয়ানডে দল:

রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভর্মা, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নিতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রুতুরাজ গায়কোয়াড, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, ধ্রুব জুরেল।

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট