Connect with us
ক্রিকেট

আশরাফুলের কোচিংয়ে ইমপেক্ট প্রসঙ্গে আশাবাদী রাজ্জাক

Abdur Razzak talk about Mohammad Ashraful coaching
আশরাফুলের কোচিং নিয়ে কথা বললেন আব্দুর রাজ্জাক। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। মূলত চলতি আয়ারল্যান্ড সিরিজের জন্য তাকে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। সেখান থেকে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে তার সঙ্গে চুক্তি বাড়াতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সাবেক এই টাইপের ক্রিকেটারের অন্তর্ভুক্তিতে দলে ইতিবাচক প্রভাব পড়া নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) টি-টোয়েন্টি সিরিজ খেলার উদ্দেশ্যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই কথা বলেন রাজ্জাক।

আশরাফুলকে নিয়ে এত অল্প সময়েই মন্তব্য করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘আশরাফুল খুব অভিজ্ঞ খেলোয়াড়। যেহেতু মাত্র একটা সিরিজ কাজ করেছে। এখানে অল্প সময়ের মধ্যে বলাও মুশকিল। আসলে এইগুলো ইনক্লুশন সময়। বেশ সময় পরে বোঝা যায় যে আসলে কী ইমপ্যাক্ট পড়ছে। হুট করে একটা মানুষকে নিয়ে যে কোনো মন্তব্য করে দেওয়া একটু মুশকিল।’



রাজ্জাক ইতিবাচক প্রভাব পড়ার আশা ব্যক্ত করে আরো বলেন, ‘টেকনিকের থেকে ট্যাকটিসের ব্যাপার আসলে তো অবশ্যই আশরাফুল খাটাচ্ছে। ও বলছে, কথা বলছে। আমি দেখছি সবসময় ও ব্যাটারদের কাছাকাছি থাকে, প্র্যাকটিসে থাকে, এমনকি খেলা চলাকালেও কথা বলছে। তো আমার কাছে মনে হয় যে এটার ইতিবাচক প্রভাব পড়বে ইনশাআল্লাহ।’

সময়ের সঙ্গে আরও স্পষ্টভাবে আশরাফুলের অন্তর্ভুক্তি দলের জন্য কতটা কার্যকর হচ্ছে, সেটা বোঝা যাবে বলে মনে করেন এই টিম ডিরেক্টর। এমনকি এখন পর্যন্ত যতদূর দেখা গেছে সবকিছু ইতিবাচক বলে মনে হয়েছে তার কাছে। পাশাপাশি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয় এবং ব্যাটারদের ভালো পারফরম্যান্স কথা বলবে আশরাফুলের পক্ষেই।

টেস্ট সিরিজ শেষে এখন বাংলাদেশের লক্ষ্য আয়ারল্যান্ড বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সংক্ষিপ্ত ফরমেটের এই সিরিজ। পরবর্তী ২৯ নভেম্বর একই মাঠে হবে দ্বিতীয় ম্যাচ। এরপর সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলতে পুনরায় ঢাকায় ফিরবে উভয় দল।

ক্রিফোস্পোর্টস/২৫নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট