Connect with us
ক্রিকেট

শেষ দিনে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ, জিততে প্রয়োজন ২ উইকেট

Bangladesh vs Ireland_Dhaka Test
বাংলাদেশ টেস্ট ম্যাচ। ছবি- সংগৃহীত

মিরপুর টেস্টের পঞ্চম দিনে আজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল আইরিশদের ৪ উইকেট। প্রথম সেশনের ৩৯ ওভার বল করে মাত্র দুটি উইকেটে শিকার করতে পেরেছে টাইগার বোলাররা। এতে ম্যাচ জয়ের জন্য বাকি দুই সেশনে বাংলাদেশকে তুলে নিতে হবে আয়ারল্যান্ডের শেষ ২ উইকেট।

এদিকে শেষ দুই সেশনে আয়ারল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন আরও ২৪৬ রান। বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে নিজেদের ৮ উইকেট হারিয়ে ২৬৩ রান পর্যন্ত সংগ্রহ করতে সক্ষম হয়েছে আইরিশরা। মধ্যাহ্ন বিরতি শেষে পুনরায় ব্যাটিংয়ে নামবে সফরকারীরা।

এর আগে চতুর্থ দিনের দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছিল আইরিশরা। আজ ৩৯ ওভার ব্যাট করে তারা যোগ করেছে আরো ৮৭ রান। এদিন আয়ারল্যান্ডের হয়ে উইকেটের পতন ঘটেছে অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্ডান নেইলের। আর ৬৩ রান করে উইকেটে টিকে আছেন চার্টিস ক্যামফার।



এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেবেন আগে ৪৭৬ রানের বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। বিপরীতে জবাব ৩৬৫ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। এরপর তাদের ফলোঅনে পেলার সুযোগ থাকলেও পুনরায় ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যেখানে ৪ উইকেট খরচায় ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে টাইগাররা। ফলে ৫০৯ রানের বিশাল লক্ষ্য পায় আয়ারল্যান্ড। 

আজ এই ম্যাচে জয় তুলে নিতে পারলে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান এই টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নেবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড —

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ রান (১৪১.১ ওভার)

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৮৫/১০ রান (৮৮.৩ ওভার)

বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ (ডি) রান (৬৯ ওভার)

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৬৩/৮ রান (৯৩ ওভার)

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট