এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আরো আগেই হারিয়েছে বাংলাদেশ। কেননা বাছাই পর্বের এই গ্রুপ থেকে কেবল একটি মাত্র দল খেলতে পারবে এশিয়ান কাপের মূল আসর। তবে চার দলের মধ্যে দ্বিতীয় অবস্থানে থেকে সম্মানজনকভাবে বাছাইপর্ব শেষ করার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে।
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপে আছে ভারত, হংকং এবং সিঙ্গাপুর। ইতোমধ্যে প্রতিটি দল গ্রুপ পর্বে খেলে ফেলেছে পাঁচটি করে ম্যাচ। আর মাত্র একটি ম্যাচ পরেই নির্ধারণ হয়ে যাবে কারা যাচ্ছে এই গ্রুপ থেকে এশিয়ান কাপের মূল আসরে। এখন পর্যন্ত তালিকায় এগিয়ে আছে সিঙ্গাপুর। তবে শেষ ম্যাচে কঠিন সমীকরণ মেলাতে পারলে শীর্ষ আসতে পারে হংকং।
তবে কাগজে-কলমে এখনো বাংলাদেশের সামনে রয়েছে হংকংকে পেছনে ফেলে ২ নম্বরে উঠে আসার সুযোগ। আর তার জন্য মিলতে হবে দুটি ম্যাচের সমীকরণ। এর আগে দেখে নেওয়া যাক বর্তমানে এশিয়ান বাছাইপর্বে এই গ্রুপের পয়েন্ট তালিকা—
পাঁচ ম্যাচ খেলে সর্বোচ্চ ১১ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত গ্রুপের শীর্ষে সিঙ্গাপুর। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে হংকং। আর ৫ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এদিকে মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের একদম তলানিতে অবস্থান ভারতের।
বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে ওঠার সমীকরণ :
নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মাঠে তাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। কেবল সেই ম্যাচে জিততে পারলে টিকে থাকবে লাল-সবুজের প্রতিনিধিদের এই তালিকায় দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ। তবে এজন্য তাদের তাকিয়ে থাকতে হবে ভারত-হংকং ম্যাচের দিকেও। যদি সেই ম্যাচে হংকংকে হারাতে পারে ভারত, তবে তালিকার দুই নম্বরে ওঠার আছে বাংলাদেশের।
কেননা দুটি ম্যাচের ফলাফল এমন দাঁড়ালে শেষ পর্যন্ত বাংলাদেশ এবং হংকং উভয় দলের সমান ৮ পয়েন্ট হবে। তখন দেখা হবে গোল ব্যবধানে কারা এগিয়ে আছে সেটি। আর এই হিসেবে বাংলাদেশকে এগিয়ে থাকতে হলে ২ গোলের ব্যবধানে জিততে হবে শেষ ম্যাচ অথবা হংকংকে হারতে হবে অন্তত ২ গোলের ব্যবধানে। তবে বাংলাদেশ বা ভারত কাউকেই পরাজিত হওয়া যাবে না।

বাংলাদেশ ফুটবল দল।
দ্বিতীয় অবস্থানে ওঠার লক্ষ্যে বাংলাদেশের এই সমীকরণ কঠিন হলেও অসম্ভব নয়। এদিকে সিঙ্গাপুরকে পেছনে ফেলে শীর্ষে ওঠার লক্ষ্যে হংকংয়ের সামনেও রয়েছে এমন কঠিন সমীকরণ। কেননা এ ক্ষেত্রে তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। হংকংও চাইবে সিঙ্গাপুরকে পরাজিত করুক বাংলাদেশ। কেবল তখনই সুযোগ থাকতে তাদের কাছে।
তবে সিঙ্গাপুর যদি ম্যাচ ড্রও করে নেয়, তবে পয়েন্ট তালিকায় আর কোনও পরিবর্তন আসার সুযোগ থাকছে না। শীর্ষে থেকে এশিয়ান কাপে চলে যাবে তারা। আর যদি বাংলাদেশের কাছে হারে এবং অপর ম্যাচে হেরে যায় ভারত, তবে সিঙ্গাপুরকে পেছন ফেলে শীর্ষে উঠে এশিয়ান কাপের টিকিট পাবে হংকং।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/এফএএস