ইউরোপ মাতিয়ে ক্যারিয়ারের শেষ ভাগে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন সেনেগাল তারকা সাদিও মানে। সৌদি আরবে খেলার সুবাদে দারুণ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি। সৌদি আরবে এসে অচেনা বাংলাদেশিদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন সাদিও মানে।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রিও ফার্দিনান্ডের এক পডকাস্টে কথা বলেছেন সাদিও মানে। সেখানেই বাংলাদেশিদের নিয়ে সৌদি আরবে কাটানো রমজানের এক ঘটনা শেয়ার করেছেন মানে।
দুই বছর ধরে সৌদি আরবের আল নাসরে খেলছেন মানে। সৌদিতে থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে মানে বলেন, ‘সত্যি বলতে, আমি এখানে এসে খুব অবাক হয়েছিলাম। এখানকার মানুষজন খুব অতিথিপরায়ণ।’
এরপর রমজানের মাসের এক অভিজ্ঞতা শেয়ার করেন মানে। রমজানের এক সন্ধ্যায় রাস্তায় হাটছিলেন তিনি। তখন কিছু বাংলাদেশি তাকে ইফতারের আমন্ত্রণ জানান।
তিনি বললেন, ‘একদিন রমজানের সময়। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম। কিছু লোক আমাকে ডেকে বলল, আসো, খাও। আমি বললাম না, না। তারা ছিল বাংলাদেশি। তখন আমি তাদের মজা করে বললাম, তোমরা তো আমাকে চেনো না। আমি কীভাবে তোমাদের সঙ্গে খেতে পারি? কিন্তু তারা বলল এটা কোনো সমস্যা না। তারা আবার আমাকে আমন্ত্রণ জানায়। যা আমাকে অবাক করেছিল।’
মানে অনেক বড় তারকা ফুটবলার। অনেকেই চেনেন তাকে। তবে বাংলাদেশিরা তাকে চিনতেন না। অচেনা সত্বেও তারা মানেকে ইফরাতের জন্য আমন্ত্রণ জানায়। মানে বলেন, ‘তারা জানতো না আমি কে। তবুও তাদের উদারতা, সবাই মিলে খাবার ভাগাভাগি করে খাওয়ার যে ইচ্ছা, একসঙ্গে থাকার সংস্কৃতি আমাকে সত্যিই মুগ্ধ করেছে।’
লিভারপুলে দীর্ঘ ৬ মৌসুম কাটিয়ে বায়ার্ন মিউনিখে গিয়ে এক মৌসুম খেলেন মানে। এরপর ২০২৩ সালের আগস্টে লিভারপুল ছেড়ে আল নাসরে পাড়ি জমান তিনি। বর্তমানে রোনালদোদের সঙ্গে তৃতীয় মৌসুম খেলছেন এই ফরোয়ার্ড।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৫/বিটি