আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে মাত্র চারদিনেই জিতেছিল বাংলাদেশ। তবে ঢাকা টেস্ট গড়াল পঞ্চম দিনে। মিরপুরে জয় থেকে আর মাত্র ৪ উইকেট দূরে নাজমুল হোসেন শান্তর দল।
ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে ৫০৯ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। আজ (শনিবার) চতুর্থ দিনের দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে আইরিশরা। এখনো জয়ের জন্য ৩৩৩ রান দরকার তাদের৷ আর বাংলাদেশের দরকার ৪ উইকেট।
গতকাল তৃতীয় দিনের খেলা শেষে ৩৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। আজ ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৯৭ রান তোলার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে লিড দাঁড়ায় ৫০৮ রান। দ্বিতীয় ইনিংসে ফিফটি পেয়েছেন ৪ ব্যাটার।
গতকাল ৬০ রান করে বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে ৬৯ রান করে অপরাজিত ছিলেন সাদমান ইসলাম। আজ তার সামনে সুযোগ ছিল সেঞ্চুরি তুলে নেওয়ার। তবে ৭৮ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। সেঞ্চুরি মিস করেন মুমিনুলও। ৮৭ রান করে আউট হয়েছেন এই তারকা। এছাড়া ৫৩ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।
জবাবে ৫০৯ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭৭ রানেই ফেরেন টপ অর্ডারের তিন ব্যাটার। এরপর ব্যাট হাতে ফিফটি তুলে নেন হ্যারি টেক্টর। তবে ফিফটি করেই বিদায় নেন এই তারকা। এরপর লরকান টাকার-স্টিফেন দোহেনি ক্রিজে বেশিক্ষণ সেট হতে পারেননি। শেষ পর্যন্ত ৯৩ বলে ৩৪ রান করে অপরাজিত আছেন কার্টিস ক্যাম্ফার। অপরপ্রান্তে ১১ রানে অপরাজিত অ্যান্ডি ম্যাকব্রাইন।
বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। হাসান মুরাদ শিকার করেছেন ২টি উইকেট। এছাড়া একটি উইকেট নেন খালেদ আহমেদ।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৫/বিটি