Connect with us
ক্রিকেট

আয়ারল্যান্ডকে ৫০৯ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশের ইনিংস ঘোষণা

Mominul & Mushfiqur
ইনিংস ঘোষণার আগে মুমিনুল ও মুশফিক। ছবি: সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডকে পাহাড়সম লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই আয়ারল্যান্ডকে বিশাল চাপে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৯৭ রান তুলেই ইনিংস ঘোষণা করেছে দল। ফলে জয়ের জন্য সফরকারীদের সামনে দাঁড়াল ৫০৯ রানের কঠিন লক্ষ্য। টেস্ট ইতিহাসে কোনো দলই এই রান তাড়া করে জিততে পারেনি।

চতুর্থ দিন ব্যাট করতে নেমে ওপেনার সাদমান ও নাজমুল ফিরলেও দলের হাল ধরেন মুমিনুল ও মুশফিক। দুজনের জুটিতে ভর করেই বাংলাদেশ বড় রানের লিডের দিকে আগায়। লাঞ্চে যাওয়ার সময় মুমিনুল ছিলেন ৭৯ রানে, মুশফিক ৪৪। লাঞ্চের পর মুমিনুলের সেঞ্চুরির অপেক্ষা ছিল, কিন্তু ৮৭ রানেই থামতে হয়েছে তাকে। তার আউটের পরই ইনিংস ঘোষণা করেন নাজমুল হোসেন শান্ত।

এর আগে দিনের শুরুতে আয়ারল্যান্ডের বোলিং থেকেই বাংলাদেশ দ্রুত চাপে পড়ে। ম্যাকব্রাইনের বলে এলবিডব্লু হয়ে ফেরেন সাদমান যিনি আগের দিন ১১৯ বলে ৭৮ রান করলেও সকালে মাত্র ৯ রান যোগ করতে পেরেছেন। পরের ওভারেই নাজমুল হোসেন শান্ত মাত্র ১ রান করে ক্যাচ দেন বলবার্নির হাতে। তবে মুশফিক ও মুমিনুল ওয়ানডে মেজাজে ব্যাট করে ১৪৯ বলে তুলেছেন ১০৬ রান।



এর আগে তৃতীয় দিনের খেলায় আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের প্রথম ইনিংসে ৪৭৬ রানের জবাবে খেলতে নেমে আয়ারল্যান্ড ব্যাটাররা বড় কোনো জুটি গড়তে পারেনি। এর ফলে প্রথম ইনিংস শেষে ২১১ রানের বড় লিড পায় বাংলাদেশ।

আয়ারল্যান্ডের পক্ষে সবচেয়ে বড় ইনিংস খেলেন উইকেটরক্ষক ব্যাটার লোর্কান টাকার, তিনি ১৭১ বল মোকাবেলায় ৭ চারসহ ৭৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া জর্ডান নিল ৪৯ ও স্টিফেন ডোয়েনি ৪৬ রান করেন। অন্যদিকে দলের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি করেন ২১ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ছিলেন সবচেয়ে সফল। তিনি ৩৫.৩ ওভারে ৭৬ রান দিয়ে ৪ উইকেট নেন। হাসান মুরাদ ৩ উইকেট ও খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট লাভ করেন। এবাদত হোসেন ১ উইকেট দখল করেন।

ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট