দোহায় রাইজিং স্টার্স এশিয়া কাপের দুই সেমিফাইনালই যেন টান টান উত্তেজনায় পরিপূর্ণ ছিল। প্রথম সেমিফাইনালে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াই ছিল শ্রীলঙ্কা–পাকিস্তান ম্যাচেও। শেষ পর্যন্ত পাঁচ রানের জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান শাহিনস। আগামীকাল ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান ‘এ’।
এই ম্যাচটাকে শুধু শিরোপা লড়াই বললে ভুল হবে। ২০১৯ সালে মিরপুরে ইমার্জিং টিমস এশিয়া কাপে ফাইনালে পাকিস্তানের কাছে ৭৭ রানে হেরেছিল বাংলাদেশ। ২১৯২ দিন আগের সেই হারের স্মৃতিও দোহার ফাইনালের আগে ফিরে এসেছে। বাংলাদেশের সামনে তাই প্রতিশোধের সুযোগও থাকছে।
এর আগে বাংলাদেশ ‘এ’ দল নাটকীয়ভাবে ভারতকে সুপার ওভারে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে রেখেছিল। অপেক্ষা ছিল শুধু প্রতিপক্ষ কে হবে। সেই প্রশ্নের উত্তর মিলল দোহায় দ্বিতীয় সেমিফাইনালে। শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। ফাইনালে আকবর আলীরা পাকিস্তানের যুবাদের বিপক্ষে লড়বেন শিরোপার জন্য।
ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের দিবারাত্রির এই ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে খুব বেশি বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৫৩। ইনিংসের শেষদিকে দাঁড়িয়ে থেকে ৩৬ বলে অপরাজিত ৩৯ রান করেন গাজী ঘোরি। বল হাতে শ্রীলঙ্কার প্রমোদ মাদুশান ২৯ রানে ৪ উইকেট, ত্রাভিন ম্যাথু নেন ২২ রানে ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা উড়ন্ত সূচনা পায়। মাত্র ১.২ ওভারেই স্কোরবোর্ডে ওঠে ২৯ রান। লাসিথ ক্রুসপুল্লে ৭ বলে ২৭ রানের ঝড় তুলে ফিরতেই ভাঙে ওপেনিং জুটি। এরপর ভিষেন হালামবাগে ছোট ছোট জুটি গড়ে ইনিংসকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ধাক্কা আর সামলাতে পারেনি দলটি। ৯৯ রানে পড়ে যায় আট উইকেট। ৯ উইকেটে ১৪৮ রানে থামে তাদের লড়াই।
এদিকে পাকিস্তানের পক্ষে সাদ মাসুদ ও সুফিয়ান মুকিম নেন তিনটি করে উইকেট। শ্রীলঙ্কার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ বলে ২৯ রান করেন হালামবাগে।
ইমার্জিং টিমস এশিয়া কাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ দুবার করে শিরোপা জেতা দল শ্রীলঙ্কা ও পাকিস্তান। ভারত ও আফগানিস্তান একবার করে জিতেছে। সর্বশেষ ২০২৪ সালের আসরে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান। পাকিস্তানও এর আগে শিরোপা লড়াইয়ে ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছিল। ২০২৩ সালের ফাইনালে ১২৮ রানের জয়ে সেবার ট্রফি ঘরে তুলেছিল পাকিস্তান।
এবার দোহায় আবারও সেই পাকিস্তানের সামনে বাংলাদেশ। গ্রুপ পর্বের দাপুটে জয় এবং ভারতের বিপক্ষে সুপার ওভারের বোলিং দাপট ধরে রাখতে পারলে বাংলাদেশ ‘এ’-র সামনে শিরোপা জয়ের বড় সুযোগ তৈরি হবে।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৫/টিএ