ফুটবলে বাংলাদেশ এখনো বিশ্বকাপ খেলতে পারেনি। এশিয়ান কাপেও নিয়মিত জায়গা মিলছে না। তবুও ভারতকে হারানোর পর দেশের ফুটবলে যে উচ্ছ্বাস, সেই উল্লাসের মধ্যেই শোনা গেল আগামী জানুয়ারিতে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।
ফিফা প্রতি বিশ্বকাপের আগে পৃষ্ঠপোষক কোকাকোলার সঙ্গে ট্রফি ট্যুর আয়োজন করে। সেই ধারাবাহিকতায় আগামী ১৪ জানুয়ারি ঢাকার দর্শকদের সামনে উন্মুক্ত করা হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ ট্রফি। তবে এখনো পর্যন্ত ঠিক হয়নি কোন ভেন্যুতে ট্রফি প্রদর্শন করা হবে, তবে ফুটবলপ্রেমীরা সরাসরি গিয়ে ছবি তুলতে পারবেন। ফাহাদ এ বিষয়ে গণমাধ্যমে বলেন, জানুয়ারিতে ঢাকায় ট্রফি আসার বিষয়টি প্রায় চূড়ান্ত।
এদিকে ঢাকার আগে ট্রফি যাবে ভারতের দিল্লি ও গুয়াহাটিতে। ২০২২ বিশ্বকাপের আগেও ঢাকায় এসেছিল এই বিশ্বকাপ ট্রফি। ২০২২ সালের ১২ মে দুবাই থেকে কোকাকোলার আয়োজনে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণের শুরু করেছিল। ৫৬টি দেশ ঘোরার পথে ফিফা বিশ্বকাপের অন্যতম পৃষ্ঠপোষক কোকাকোলার উদ্যোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহায়তায় বাংলাদেশে এসেছিল ২২ বিশ্বকাপের ট্রফিটি। তখন সঙ্গে ছিলেন ফ্রান্সের সাবেক বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্তিয়ান কারেম্বু। ৩৬ ঘণ্টার ওই সফরে কনসার্ট থেকে শুরু করে নানা আয়োজন করা হয়েছিল। তাছাড়া ২০১৩ ও ২০০২ সালেও বিশ্বকাপ ট্রফি প্রদর্শিত হয়েছে ঢাকায়।
তবে বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার অধিকার থাকে শুধু বিশ্বচ্যাম্পিয়ন দলের ফুটবলার ও সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রপ্রধানের। অন্যরা সরাসরি ছবি তুলতে পারলেও স্পর্শ করার অনুমতি পাবেন না।
উল্লেখ্য, আগামী বছরের ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপের ২৩তম আসর। ২০২৬ সালের এই ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই বাছাইপর্ব জমে উঠেছে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। আয়োজক হওয়ায় স্বাগতিক হিসেবে মূলপর্বে জায়গা পেয়েছে তিনটি দেশই। এছাড়াও এখন পর্যন্ত আরও ৩৯টি দেশ তাদের টিকিট নিশ্চিত করেছে। সব মিলিয়ে মূলপর্বে উঠেছে ৪২ দল।
ক্রিফোস্পোর্টস/২২নভেম্বর২৫/টিএ