এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারতীয় ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’ দল। চরম নাটকীয় এক সুপার ওভারে টিম ব্লুসদের পরাজিত করেছে টাইগাররা। আকবর আলীরা ফাইনালে ওঠায় অভিনন্দন জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
আজ শুক্রবার (২১ নভেম্বর) কাতারের দোহায় প্রথম সেমিফাইনাল ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ভারতও ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলে নেয়। এরপর সুপার ওভারে ভারতকে হারিয়ে দেয় আকবর আলীর দল।
বাংলাদেশ ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গেই অভিনন্দন জানান জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় মুশফিক লিখেছেন, ‘সুপার ওভারে ভারত ‘এ’ দলকে হারানোর জন্য বাংলাদেশ ‘এ’ দলকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আমরা ফাইনালে উঠে গেলাম। রিপন, তুমি অসাধারণ।’
বাংলাদেশের জয়ে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘কি দারুণ এক ক্রিকেট ম্যাচ! রোমাঞ্চকর এক সুপার ওভারে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের জন্য বাংলাদেশ ‘এ’ দলকে অভিনন্দন। রিপন মন্ডল, তোমাকে স্যালুট- কী দুর্দান্ত স্পেল! চাপে থেকেও দুর্দান্ত ব্যাটিং করে মেহরবের এমন গুরুত্বপূর্ণ ক্যামিও। সকলের জন্য একটি গর্বের মুহূর্ত।’
জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদও অভিনন্দন জানিয়েছেন আকবরদের। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় তিনি লিখেছেন, ‘সুপার ওভারের রোমাঞ্চে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টি-টোয়েন্টি এর ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ দলকে।’ এছাড়া জাতীয় দলের লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক অভিনন্দন বার্তায় লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! ফাইনালে ওঠার জন্য বাংলাদেশ ‘এ’ দলকে অভিনন্দন।’
ভারত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক রিপন মন্ডল। সুপার ওভারে দাপুটে বোলিং করেছেন তিনি। ওভারের প্রথম দুই বলেই দুটি উইকেটে তুলে নেন এই পেসার। প্রথম বলে জিতেশ শর্মাকে বোল্ড করে এবং দ্বিতীয় বলে আশুতোশ শর্মাকে ক্যাচ আউটের শিকার বানিয়ে সাজঘরে ফেরান। তাতে সুপার ওভারে কোনো রানই করতে পারেনি টিম ইন্ডিয়া। এরপর মাত্র ১ রানের সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ইয়াসির আলী রাব্বি। তবে দ্বিতীয় বলে সুয়াশ শর্মা ওয়াইড দিলে নতুন কোনো নাটক ছাড়াই জয় নিশ্চিত হয় লাল-সবুজ জার্সিধারীদের।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/বিটি