Connect with us
ক্রিকেট

ক্রিকেট ও ফুটবলের সংঘাত এড়াতে আসিফ আকবরের নতুন প্রস্তাব

Asif Akbor
আসিফ আকবর। ছবি: সংগৃহীত

দেশের ফুটবল নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফুটবল সমর্থক ও বাফুফের তোপের মুখে পড়েছিলেন নবনির্বাচিত বিসিবি পরিচালক আসিফ আকবর। সারাদেশে ফুটবলাররা ক্রিকেটের উইকেট নষ্ট করায় ক্রিকেট আয়োজন করা যাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন তিনি। 

আসিফের এমন মন্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। আসিফের বক্তব্যের প্রতিবাদে বিসিবিকে চিঠি পাঠায় বাফুফে। চিঠির জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আসিফের হয়ে ক্ষমা চান এবং আসিফের ব্যক্তিগত মন্তব্য কে বিসিবির মন্তব্য হিসেবে বিবেচনা না করতে বলেন।

ক্রিকেট-ফুটবলের সংঘাত যেন না হয়, সেজন্য এবার একটি প্রস্তাব দিয়েছেন আসিফ। আজ (শুক্রবার) দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়াম পরিদর্শন করেন বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটের এই চেয়ারম্যান। দেশের ১৪ থেকে ১৮ বছর বয়সী খেলোয়াড়দের উন্নয়নে বিসিবির পক্ষে তিনি উত্তরাঞ্চলে সফর করছেন। যেখানে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়া নিয়ে বিসিবির পরিকল্পনার কথা জানান।



ক্রিকেট-ফুটবলের সংঘাত এড়াতে আসিফ আকবরের পরামর্শ, ‘বিসিবি, বাফুফে, ন্যাশনাল স্পোর্টস এবং জেলা পর্যায়েও কোনো বাৎসরিক ক্যালেন্ডার নেই। ৫, ১০ কিংবা ১২ বছর মেয়াদেবার্ষিক ক্যালেন্ডার করতে হবে। এতে কারও সঙ্গে কোনো ক্লাশ বা সংঘাত হবে না। আমাদের আশা তরুণ প্রজন্মের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং দেশের সব শিক্ষা গ্রতিষ্ঠানে তা ছড়িয়ে দেওয়া হবে। এজন্য বাৎসরিক ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা তৈরির প্রস্তুতি চলছে।’

বিসিবির নবনির্বাচিত এই পরিচালক আরও বলেন, ‘খেলোয়াড়রা যাতে প্রায় ৮ মাসে ১৫-২২টি ম্যাচ খেলতে পারে সেজন্য সার্ভে করা হচ্ছে। বয়সভিত্তিক ৬-৭টি টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া চলছে জাতীয় পর্যায়ে। এরই ধারাবাহিকতায় দ্রুতই প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট শুরু করা হবে।’

খেলোয়াড়দের পর্যাপ্ত অনুশীলনের সুযোগ-সুবিধার বিষয়ে আসিফ বলেন, ‘খেলোয়াড়দের অনুশীলনে মাঠের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত রয়েছে কি না তা পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তুলনামূলক কম সুযোগ-সুবিধা পাওয়া জায়গাগুলোতে কাজ করা হবে।’

ভেন্যু পরিদর্শন শেষে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিকেটার ও সংগঠকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন আসিফ। সভায় বিসিবি পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থা ও ক্লাব কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট