ঢাকা টেস্টে আয়ারল্যান্ডকে ফলো অনে না পাঠিয়ে পাহাড়সম লিডের পথে বাংলাদেশ। বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৬৫ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। তখনও ২১১ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ডকে ফলো অনে পাঠাতে পারত বাংলাদেশ। তবে সেটা না করতে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে বড় লিডের পথে এগোচ্ছে টাইগাররা।
আজ (শুক্রবার) মিরপুরে তৃতীয় দিনের শেষ বিকেলে ব্যাট করতে নেমে আলো ছড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ফিফটিতে স্বাগতিকদের লিড সাড়ে তিনশ ছাড়িয়েছে।
তৃতীয় দিনের খেলা শেষে ৩৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তাতে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৬৭। একমাত্র উইকেটটি ছিল জয়ের। ৯১ বলে ৬০ রান করে ফিরে গেছেন এই ওপেনার। ক্রিজে অপরাজিত আছেন সাদমাম ও মুমিনুল হক। সাদমান ১১০ বলে ৬৯ এবং মুমিনুল ২১ বলে ১৯ রান করে অপরাজিত আছেন।
এর আগে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। বাংলাদেশের চেয়ে ৩৭৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা। আজ ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলিং বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন লোরকান টাকার ও স্টিফেন দোহেনি। ৬ষ্ঠ উইকেট জুটিতে ৮১ রান যোগ করেন তারা। তবে দোহেনি অপ্লের জন্য ফিফটি মিস করেন। তাইজুল ইসলামের বলে বোল্ড হয়ে ৪৬ রান করে ফেরেন এই ব্যাটার।
আটে নেমে ডাক মেরে ফেরেন অ্যান্ডি ম্যাকব্রাইন। তবে নয়ে নেমে দারুণ খেলেছেন জরদান নেইল। টাকারের সঙ্গে অষ্টম উইকেটে ৭৪ রান যোগ করেন। তবে তিনিও অল্পের জন্য মাইলফলক মিস করেন। ৮৩ বলে ৪৯ রান করে ফেরেন তিনি। শেষ পর্যন্ত আর কেউ ব্যাট হাতে দাঁড়াতে পারেননি। ১৭১ বলে ৭৫ রান করে অপরাজিত ছিল টাকার।
বাংলাদেশের পক্ষে ৪টি উইকেট নেন তাইজুল ইসলাম। ২টি করে উইকেট নেন হাসান মুরাদ ও খালেদ আহমেদ। এছাড়া একটি করে উইকেট নেন এবাদত হোসেন ও মেহেদি হাসান মিরাজ।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/বিটি