Connect with us
ক্রিকেট

সিংহাসন হারিয়ে তাইজুলকে অভিনন্দন জানালেন সাকিব

Shakib Al Hasan and Taijul Islam
তাইজুল ইসলাম ও সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত

বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে রেকর্ডের তালিকায় সবখানেই যেন ছড়িয়ে আছে তার নাম। দেশের ইতিহাসে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি এতদিন ছিলেন এই অলরাউন্ডার। এবার এই তালিকায় সাকিবের রেকর্ড ভেঙে নিজের নাম লেখালেন আরেক টাইগার স্পিনার তাইজুল ইসলাম।

গতকাল শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ইনিংসে নতুন এই কীর্তি গড়েছেন তাইজুল। যেখানে আইরিশদের ৩ উইকেট শিকার করেছেন তিনি। এতেই সাকিবের টেস্টে সর্বোচ্চ ২৪৬ উইকেট শিকারের রেকর্ড ভেঙে ২৪৯ উইকেট পেয়েছেন তাইজুল। এর আগে প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করে সাকিবের পাশেই যৌথভাবে বসেছিলেন তিনি।

এবার তাইজুলের কাছে নিজের সিংহাসন হারানোর পর তাকে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান। এমনকি ক্যারিয়ার শেষের আগে ৪০০ উইকেট পাবেন তাইজুল এমনটাও মনে করেন এই তারকা টাইগার টাইগার। এক ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, ‘অভিনন্দন তাইজুল। আমি দেখতে পাচ্ছি, ক্যারিয়ার শেষ করার আগেই তুমি টেস্টে ৪০০ উইকেট ছুঁয়ে ফেলবে। শুভকামনা।’



সাকিবের চেয়ে ১৪ ম্যাচ কম খেলেই তার রেকর্ড ভেঙেছেন তাইজুল। জাতীয় দলের হয়ে ৭১ টেস্ট খেলে ২৪৬ উইকেট পেয়েছিলেন সাকিব। যেখানে মাত্র ৫৭ টেস্ট খেলে ২৪৯ উইকেট তাইজুলের নামের পাশে। এই দুজন ব্যতীত কেবল মেহেদী হাসান মিরাজ শিকার করেছেন দুইশর অধিক টেস্ট উইকেট। তৃতীয় স্থানে থাকা এই স্পিনারের আছে ২০৯ উইকেট।

মিরপুর টেস্টের পঞ্চম দিনে নিজের উইকেট সংখ্যা আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে তাইজুল ইসলামের কাছে। বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে বোলিং করছে আয়ারল্যান্ডের বিপক্ষে। যেখানে আইরিশদের জয়ের জন্য প্রয়োজন ৩৩৩ রান। তবে তাদের হাতে বাকি আর মাত্র ৪ উইকেট। এতে বড় কোন অঘটন না ঘটলে জয়ের দিকেই এগোচ্ছে টাইগাররা।

ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট