এর আগে কবে এমন জোরালো ভাবে ভূমিকম্প অনুভব করেছিল বাংলাদেশ, তা হয়তো অনেকে মনেও করতে পারবেন না। জোরালো ভূমিকম্পের আঘাতে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এমন বিপর্যয়ের পর নিজেদের উদ্বেগ প্রকাশ করে সকলের জন্য প্রার্থনায় ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ তাসকিন আহমেদ, রুবেল হোসেন, জামাল ভূঁইয়ারা।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।
ভূমিকম্পর পর সমাজের যোগাযোগ মাধ্যমে পোস্ট করে সাবেক ক্রিকেটার রুবেল হোসেন লিখেছেন, ‘আজকের ভূমিকম্পে বুক কেঁপে উঠেছিল। আমার দুইটা বাচ্চা আমার পাশে ঘুমাচ্ছিল আমি বুঝে উঠতে পারছিলাম না কি করবো, তাদের নিরাপত্তা নিয়ে আমি অসহায় হয়ে পড়েছিলাম । হে আল্লাহ, এমন বিপর্যয় থেকে আমাদের সবাইকে রক্ষা করুন এবং হে আল্লাহ, আমরা যেন এই দুনিয়া থেকে স্বাভাবিক মৃত্যুতে, ঈমানের সাথে নিয়ে বিদায় নিতে পারি।’
এদিকে পরকালের কথা মনে করিয়ে দিয়ে এক পোস্টে তাসকিন লিখেছেন, ‘এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়… দুনিয়া ক্ষণস্থায়ী। আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এক পোস্টে ভূমিকম্পের কথা উল্লেখ করে লিখেছেন, ‘আশা করি সবাই ভূমিকম্প থেকে সুরক্ষিত আছেন।’ যেই পোষ্টের কমেন্টে তিনি আরো বলেন, ‘সবার জন্য প্রার্থনা করছি, জুম্মা মোবারক।’
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/এফএএস