Connect with us
ক্রিকেট

ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ

Bangladesh 'A' team
বাংলাদেশ 'এ' দল। ছবি- সংগৃহীত

রাইজিং স্টারস এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে বড় জয় তুলে নিয়ে আগেই টুর্নামেন্টের সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ ‘এ’ দল। আর তাই নিজেদের সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ রানে পরাজিত হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে আকবর আলীর নেতৃত্বাধীন টাইগাররা।

আজ শুক্রবার কাতারের দোহায় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ভারতের বিপক্ষে এই সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। গ্রুপ ‘বি’ থেকে দুই জয় ও এক পরাজয়ে দ্বিতীয় অবস্থানে থেকে টুর্নামেন্টের এই নকআউট পর্বে উঠে এসেছে ভারত।

আট দলের রাইজিং স্টারস এশিয়া কাপ অনুষ্ঠিত হচ্ছে অনেকটা মূল এশিয়া কাপের আদলে। যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে ছিল শ্রীলঙ্কা, হংকং ও আফগানিস্তান। সমান তিনটি করে ম্যাচ শেষে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান তিন দলের পয়েন্টই ৪ করে হলেও রান রেটে পিছিয়ে থেকে বাদ পড়েছে আফগানরা। আর কোনো ম্যাচ জিততে পারেনি হংকং।



এদিকে গেল মূল এশিয়া কাপের মতোই একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আরও ছিল সংযুক্ত আরব আমিরাত ও ওমান। তবে এবার গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হতে হয়েছে ভারতকে। এতে গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে সেমিতে উঠতে হয়েছে তাদের।

তবে এশিয়া কাপের থেকে কিছুটা ভিন্নতা রয়েছে চলতি রাইজিং স্টারস এশিয়া কাপে। কেননা মুল এশিয়া কাপে গ্রুপ পর্ব শেষে চার দল নিয়ে অনুষ্ঠিত হতো সুপার ফোর রাউন্ড। তবে এখানে সরাসরি হচ্ছে সেমিফাইনাল। যাতে কমে এসেছে ম্যাচের সংখ্যা। উভয় সেমিফাইনালের জয়ী দল সরাসরি খেলবে টুর্নামেন্টের ফাইনালে।

আজ বাংলাদেশ-ভারত সেমিফাইনালের পর একই মাঠে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালে ওঠার লড়াই। দুই সেমিফাইনালে জয়ী দল নিয়ে আগামী ২৩ নভেম্বর খেলা হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট