Connect with us
ফুটবল

বার্সেলোনা আমার ঘর, আমার জায়গা: মেসি

Leonel Messi
ক্লাব ইতিহাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি আবারও জানিয়ে দিলেন, বার্সেলোনা তাঁর চূড়ান্ত গন্তব্য। সমর্থকদের ভোটে ক্লাব ইতিহাসের ‘সবচেয়ে প্রিয় খেলোয়াড়’ হওয়ার পর আর্জেন্টাইন তারকা স্পষ্ট বললেন, একদিন তিনি অবশ্যই বার্সেলোনায় ফিরবেন। তবে এত বড় প্রতিযোগিতার মধ্যেও এমন সম্মান পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি।

বার্সা সমর্থকদের ভোটে মেসি পেছনে ফেলেছেন ইয়োহান ক্রুইফ, রোনালদিনহো, জাভি এবং আন্দ্রেস ইনিয়েস্তাদের মতো নামকরা কিংবদন্তিদের। এই তালিকায় শীর্ষে ওঠা মেসিকে বিশেষভাবে আবেগাপ্লুত করেছে। আর বার্সার প্রতি প্রীতি তা তাঁর কথাতেই স্পষ্ট ছিল।

স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, এই পুরস্কারের মূল্য তাঁর কাছে আলাদা। তাঁর মতে, এখানে রয়েছে আবেগ, স্মৃতি আর সম্পর্কের রেশ “এই পুরস্কারটা আমার জন্য বিশেষ, কারণ এটি এসেছে বার্সা সমর্থকদের কাছ থেকে। তাদের সঙ্গে আমরা অনেক সময় কাটিয়েছি ভালোও ছিল, কঠিনও ছিল। কিন্তু দিনের শেষে এখানটাই আমার ঘর, আমার জায়গা, আমার মানুষ।”



মেসির এই বক্তব্য বার্সা সমর্থকদের আবারও নতুন করে উচ্ছ্বসিত করেছে। ক্লাব ছাড়ার এত বছর পরও কাতালুনিয়ার সঙ্গে তাঁর বন্ধন একই রয়ে গেছে—আর তিনিও জানিয়ে দিলেন, সেই বন্ধনই একসময় তাঁকে আবার ন্যু ক্যাম্পে ফিরিয়ে আনবে।

প্রসঙ্গত, মেসি তো বার্সায় থাকতেই চেয়েছিলেন। কিন্তু লা লিগার বেঁধে দেওয়া বেতনসীমা নীতি ও আর্থিক সমস্যার কারণে তাঁকে ধরে রাখতে পারেনি কাতালান ক্লাবটি। ক্যাম্প ন্যু থেকে প্রস্থানের সময় কেঁদেছিলেন কিংবদন্তি।২০২১ সালে, আর্থিক সীমাবদ্ধতার কারণে বার্সেলোনা ক্লাব চুক্তিটি নবায়ন করতে পারেনি, যদিও মেসি বেতন কমাতে রাজি ছিলেন। এরপর মেসি ক্লাব ছাড়তে বাধ্য হন, যদিও তিনি আজীবন চুক্তির প্রস্তাবও প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি নিজের ক্যারিয়ারের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রাখতে চেয়েছিলেন।

এর আগে ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। সেই চুক্তি শেষ হওয়ার আগেই নতুন তিন বছরের চুক্তিতে আবার আবদ্ধ হলেন মায়ামির সঙ্গে।

ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল