চলতি বছর আরও একবার চমক দেখালো জিম্বাবুয়ে। ২০২৫ সালে দ্বিতীয়বার টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারালো দলটি। ঘরের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজের পর এবার পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের হারাল সিকান্দার রাজার দল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে।
জবাবে ব্যাট করতে নেমে একশ রানও তুলতে পারেনি শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বোলিং তোপে ৯৫ রানে গুটিয়ে গেছে লঙ্কানরা। দলেত পক্ষে সর্বোচ্চ ২৫ বলে ৩৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা। এছাড়া ১১ রান আসে ভানুকা রাসাপাকসের ব্যাট থেকে। বাকিরা কেউই সিঙ্গেল ডিজিট পেরোতে পারেননি। ডাক মেরে ফেরেন ওপেনার পাথুম নিসাঙ্কা। এছাড়া দুর্দান্ত ছন্দে থাকা কুশল মেন্ডিস ১২ বল খেলে করেন ৬ রান।
জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন ব্রাড ইভানস ও রিচার্ড এনগারাভা। ৪ ওভারে ৪ মাত্র ৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন ইভানস। আর এনগারাভা ৪ ওভারে ১৫ রান খরচায় ২টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন সিকান্দার রাজা, গ্রামে ক্রিমার, রায়ান বার্ল ও তিনোতেন্দা মাপোসা।
এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় সর্বোচ্চ ৪৯ রান করেন ব্রায়ান বেনেট। ৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজান এই ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে রাজার ব্যাট থেকে। ৩২ বলে ৩ চার ও ২ ছক্কায় এই রান করেন তিনি। এছাড়া অন্যান্য ব্যাটারদের ছোট ছোট ক্যামিওতে লড়াকু পুঁজি গড়তে সক্ষম হয় জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার পক্ষে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩টি উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করে এশান মালিঙ্গা। এছাড়া একটি করে উইকেট নেন মহেশ থিকসানা ও দুশমন্ত চামিরা।
সংক্ষিপ্ত স্কোর :
জিম্বাবুয়ে : ১৬২/৮ (২০ ওভার)
শ্রীলঙ্কা : ৯৫/১০ (২০ ওভার)
ফলাফল : জিম্বাবুয়ে ৬৭ রানে জয়ী
এ নিয়ে চলতি বছর শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জয় পেল জিম্বাবুয়ে। এর আগে গত সেপ্টেম্বরে ঘরের মাটিতে লঙ্কানদের ৫ উইকেটে হারিয়েছিল সিকান্দার রাজার দল।
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/বিটি