Connect with us
ক্রিকেট

প্রথম বাংলাদেশি হিসেবে অ্যাশেজে আম্পায়ারের ভূমিকায় সৈকত

Sharfuddoula Saikat to officiate in Ashes
অ্যাশেজে আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের সৈকতকে। ছবি- সংগৃহীত

আগামীকাল (২১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে অ্যাশেজ। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ব্যাট-বলের লড়াইয়ে থাকছেনবাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও। অ্যাশেজ দিয়ে আম্পায়ার হিসেবে আরও এক কীর্তি গড়তে যাচ্ছেন তিনি। প্রথম বাংলাদশি হিসেবে অ্যাশেজে দায়িত্ব পালন করতে যাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার।

অ্যাশেজের প্রথম দুই টেস্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সৈকত। আগামীকাল (শুক্রবার) পার্থ টেস্টে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি। এই টেস্টে মাঠের আম্পায়ারের ভূমিকায় থাকবেন ভারতের নিতিন মেনন ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার শন ক্রেগ। আর ম্যাচ রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মদুগল।

তবে দ্বিতীয় ম্যাচে বড় দায়িত্ব পেয়েছেন সৈকত। ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া ব্রিসবেন টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এই বাংলাদেশি। তার সঙ্গে মাঠের আম্পায়ারের ভূমিকায় থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ারের দায়িত্বে দেখা যাবে নিতিন মেননকে। আর চতুর্থ আম্পায়ার অস্ট্রেলিয়ার ফিল গিলেস্পি এবং ম্যাচ রেফারি রঞ্জন মদুগল।



Australia_England-Ashes

ম্যাচের আগের দিন ট্রফি নিয়ে ফটোশেসনে বেন স্টোকস ও স্টিভ স্মিথ। ছবি- সংগৃহীত

প্রথম দুই টেস্ট দিয়েই দায়িত্ব শেষ হবে সৈকতের। বাকি ম্যাচগুলোতে আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে না তাকে। ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া অ্যাডিলেড টেস্টে দুই অনফিল্ড আম্পায়ার মেনন ও আহসান রাজা। টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন ক্রিস গ্যাফানি ও চতুর্থ আম্পায়ার ক্রেগ। আর ম্যাচ রেফারি জেফ ক্রো।

২৬ ডিসেম্বর শুরু হবে মেলবোর্ন টেস্ট। এই ম্যাচে দুই অনফিল্ড আম্পায়ার ক্রিস গ্যাফানি ও কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার গিলেস্পি। আগামী বছরের ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে শেষ টেস্ট। সিডনি টেস্টে দুই অনফিল্ড আম্পায়ার গ্যাফানি ও রাজা। টিভি আম্পায়ার ধর্মসেনা ও চতুর্থ আম্পায়ারস্যাম নোগাস্কি। শেষ দুই টেস্টেও ম্যাচ রেফারি জেফ ক্রো।

এর আগেও অস্ট্রেলিয়ার মাটিতে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে সৈকতের। ২০২৪ সালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে প্রথমবারের নিরপেক্ষ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সৈকত।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট