Connect with us
ফুটবল

কোয়ার্টার ফাইনালে আগামীকাল মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল

Brazil avoid defeat against Zambia with a late goal.
ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। ছবি- সংগৃহীত

সর্বশেষ ২০১৯ সালে বিশ্বকাপের শিরোপা জিতেছিল ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। তারপর ২০২৩ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে আর শিরোপার দিকে এগোনো হয়নি দলটির। এবার আরো একবার বিশ্বজয়ের মিশনে কোয়ার্টার ফাইনালে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল যুব দল।

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে সেলেসাওরা। যেখানে জিততে পারলে দীর্ঘ ছয় বছর পর আবারো বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে সক্ষম হবে ব্রাজিল। আর তাদের পরাজিত করে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের সেমিতে উঠতে চাইবে মরক্কো।

এর আগে গতকাল মঙ্গলবার ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। যেই ম্যাচে সকলেই ধরে নিয়েছিল পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে সেলেসাওরা। তবে পিছিয়ে থাকা ম্যাচের একদম শেষ গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-৩ গোলে পরাজিত করে তারা।



এর আগে গ্রুপ পর্বে দারুণ দাপট দেখিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছিল ব্রাজিল। কিন্তু নকআউট পর্বের শুরুতেই তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যেখানে প্যারাগুয়ের মুখোমুখি হয় সেলেসাওরা। ওই ম্যাচেও গোলশূন্য ড্রয়ের পর শেষ পর্যন্ত টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছিল ব্রাজিল।

শেষ ১৬ রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল, ইতালি, বুকরিনা ফাসো, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, জাপান, ব্রাজিল ও মরক্কো অনূর্ধ্ব-১৭ দল। প্রথম কোয়ার্টারে জাপানের মুখোমুখি হবে অস্ট্রিয়া। ইতালি খেলবে বুকরিনা ফাসোর বিপক্ষে। আর পর্তুগালের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। শেষ কোয়াটারে খেলবে ব্রাজিল ও মরক্কো

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল