Connect with us
ক্রিকেট

তিনটি শতরানের জুটিতে বাংলাদেশের বিরল কীর্তি

Litton Das-Mushfiqur Rahim
তিনটি শতরানের জুটির দুটিতেই অবদান ছিল মুশফিক-লিটনের। ছবি- বিসিবি

টেস্ট ক্রিকেটে বিরল এক কীর্তি গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্টের এক ইনিংসে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়েছে টাইগাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ঢাকা টেস্টের প্রথম ইনিংসে এই বিরল কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের এই বিরল কীর্তিতে অবদান রেখেছেন মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ। তাদের মধ্যে মুশফিক ও লিটন দুটি জুটিতে অবদান রেখেছেন।

মিরপুরে প্রথম ব্যাট করতে নেমে দলীয় ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুমিনুল ও মুশফিক মিলে চতুর্থ উইকেট জুটিতে ২১৪ বলে ১০৭ রান যোগ করেন। ২০২ রানের মাথায় মুমিনুল ফিরে গেলে ভেঙে যায় এই জুটি। এরপর লিটন ও মুশফিক মিলে পঞ্চম উইকেট জুটিতে ২০৮ বলে ১০৭ রান যোগ করেন।



দলীয় ৩১০ রানে ভেঙে যায় মুশফিক-লিটনের জুটি। এ পর্যায়ে আউট হন মুশফিক। এরপর ক্রিজে আসেন মিরাজ। ষষ্ঠ উইকেট জুটিতে লিটন ও মিরাজ মিলে ১৯০ বলে ১২৩ রান যোগ করেন। এরপর ৪৩৩ রানের মাথায় লিটন-মিরাজ দুজনেই আউট হয়ে যান।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবার এক ইনিংসে চতুর্থ,পঞ্চম ও ষষ্ঠ উইকেটে শতরানের জুটির ঘটনা ঘটল। তবে সবমিলিয়ে এমন ঘটনা এর আগে কেবল দুবারই ঘটেছে। ১৯৭৯ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে প্রথমবার ঘটেছিল এমন ঘটনা। দীর্ঘ সময় পর দ্বিতীয়বার এমন কীর্তি তৈরি হয়েছিল ২০২৩ সালে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টে।

এর বাইরে বাংলাদেশ নিজেদের টেস্ট ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার এক ইনিংসে তিনটি শতরানের জুটি গড়ল। এর আগে ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের এক ইনিংসে তিনটি শতরানের জুটি গড়েছিল টাইগাররা। একই বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট