Connect with us
ক্রিকেট

‘বাজবল’ নিয়ে চিন্তিত নন স্মিথ

The Ashes
অ্যাশেজ। ছবি: সংগৃহীত

২০২২ সালের পর প্রথমবারের মতো প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে ছাড়া টেস্টে খেলতে নামছে অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক স্মিথ জানালেন তাদের পূর্ববর্তী পরিকল্পনার কথা।

এবারের অ্যাসেজে স্মিথের অধীনে খেলার কথা ছিল না অস্ট্রেলিয়ার, অধিনায়ক প্যাট কামিন্সের ইনজুরিতে দলের অধিনায়কত্ব পেয়েছেন স্মিথ। তবে অতীত পরিকল্পনায় যা’ই থাকুক না কেন ইংল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টে জিতে অ্যাসেজ শুরু হতে চান স্মিথ।

আজ (বৃহস্পতিবার) সংবাদ সম্মেলনে স্মিথ বলেন, ‘অবশ্যই প্রথম টেস্ট জিতলে সুবিধা থাকে। তবে গত বছর প্রথম ম্যাচ হেরেও আমরা সিরিজ ঘুরিয়ে এনেছি। ড্রেসিং রুমে আমাদের আত্মবিশ্বাস যথেষ্ট। ফলাফল অনুকূলে না থাকলেও ঘুরে দাঁড়ানো সম্ভব এটি আমরা করে দেখিয়েছি।’



অ্যাশেজ ঘিরে আলোচনা-সমালোচনা প্রতিবারের ন্যায় এবারও তুঙ্গে। তবে স্মিথের মতে, এটি নতুন কিছু নয়। বাইরের কথায় কান না দিয়ে নিজেদের কাজে মনোযোগী হওয়ার কথা বলেন তিনি।

এবারের অ্যাশেজের আগে দলের পরিকল্পনা বেশ গোপনে রেখেছে অজিরা। স্কোয়াড ও একাদশ সম্পর্কে কোনো তথ্য ফাঁস হয়নি গণমাধ্যমে। ‘বাজবল’ নিয়েও বাড়তি মন্তব্য করেননি তারা।

গত অ্যাশেজে ইংল্যান্ডের ঝোড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে বিপর্যস্ত দেখালেও এবার তাদের মাথায় ‘বাজবল’ আতঙ্ক নেই বলে জানান স্মিথ।

‘বাজবল’ নিয়ে স্মিথ বলেন, ‘পরিস্থিতি বুঝে খেলাটাই বড় কথা। কখনো ডিফেন্সিভ, কখনো আক্রমণাত্বক; পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে।’

অ্যাশেজ শুরুর আগে দলের গুরুত্বপূর্ণ দুই তারকা ইনজুরির কবলে পড়লেও চিন্তামুক্ত অজিরা। এদিকে ইনজুরি হানা দিয়েছে ইংলিশ শিবিরেও। শন অ্যাবট ভুগছেন ইনজুরিতে।

প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড বিহীন অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন করতে পারবে ইংল্যান্ড; তার উত্তর মিলবে আগামীকাল (শুক্রবার) থেকে পার্থে শুরু হওয়া অ্যাশেজের প্রথম ম্যাচে।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট