নিজের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকালেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও সিরিজ নির্ধারণী টেস্টে বাংলাদেশের জার্সিতে নিজের ১০০তম টেস্ট ম্যাচ খেলেন মুশফিক। প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত থাকলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনেই নিজের ১৩তম শতক তুলে নিলেন তিনি। প্রথম সেশনের ২য় ওভারেই ১৯৫ বলে ৫ চারে তিন অঙ্কে পৌঁছান তিনি। অন্যপ্রান্তে লিটন কুমার দাস ক্যারিয়ারের ২০তম অর্ধশতকের দ্বারপ্রান্তে রয়েছেন।
আয়ারল্যান্ড যেভাবে যে গতিতে বোলিং করছিল তাতে মনে হচ্ছিল প্রথম দিন শেষে ৯০ ওভারের বেশি করার সুযোগ থাকবে। কিন্তু শেষ দিকে গিয়ে বোলিংয়ের গতি কমিয়ে দিল তারা। যার ফলে শেষে বাড়তি ওভার পায়নি বাংলাদেশের ব্যাটসম্যানরা। যার ফলে প্রথম দিন শেষে নিজের শততম টেস্টে ৯৯ রানেই অপরাজিত থাকতে হয়েছিল মুশফিকুর রহিমকে। অন্যদিকে তার সঙ্গে অসাধারণ জুটিতে ৪৭ রানে অপরাজিত আছেন লিটন কুমার দাসও। তাই প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়িয়েছিল ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান।
এর আগে গতকাল সকালে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। টসে জিতে ব্যাট হাতে নেওয়ার সিদ্ধান্তও সঠিক মনে হচ্ছিল ৫২ রানের ওপেনিং জুটিতে। কিন্তু সেশন শেষে দলীয় ১০১ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দুজনই শুরুটা ভালো করলেও বড় ইনিংসের পথে এগোতে পারেননি। সাদমান ৩৫ ও মাহমুদুল ৩৪ রান করে ফিরেছেন। তারপর ইনিং গড়ার দায়িত্ব কাঁধে তুলেন নেন মুমিনুল ও মুশফিক। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত মুমিনুল আউট হলেও অন্যপ্রান্ত আগলে রাখেন মুশফিক। তার সাথে পার্টনারশিপ গড়ে দলকে সামনে এগিয়ে নেন লিটন কুমার দাস। এদিকে আইরিশ বোলার ম্যাকব্রাইন একাই নিয়েছেন বাংলাদেশের প্রথম চার উইকেটসর্বশেষ তথ্য অনুযায়ী মুশফিকুর রহিম ১০০* এবং লিটন কুমার দাস ৪৮*রানে অপরাজিত থেকে ব্যাট করছেন।
ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/টিএ