Connect with us
ফুটবল

ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি বাংলাদেশের

Bangladesh Football Team
বাংলাদেশ ফুটবল দল। ছবি- বাফুফে

অবশেষে ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতির মুখ দেখল বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারিয়ে উন্নতির ম্যাচ দেখেছে লাল-সবুজের দল। সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে লাল-সবুজের দল। 

ফিফা নভেম্বর উইন্ডো শেষে আজ বুধবার (১৯ নভেম্বর) হালনাগাদ করা সর্বশেষ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। যেখানে ৩ ধাপ এগিয়ে ১৮৩ থেকে ১৮০ নম্বরে উঠে এসেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। নেপালের বিপক্ষে ড্র ও ভারতকে হারিয়ে ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। সবমিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯।

২০১৬ সালের জুলাইয়ের পর এটি বাংলাদেশের সেরা র‍্যাঙ্কিং। ২০১৬ সালে মে মাসে র‍্যাঙ্কিংয়ে ১৭৮ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর জুলাইয়ে ৫ ধাপ পিছিয়ে ১৮৩ নম্বরে নেমে যায় লাল-সবুজের দল। এরপর গত ৯ বছরের বেশি সময়েও র‍্যাঙ্কিংয়ে ১৮০ কিংবা এর উপরে উঠতে পারেনি বাংলাদেশ। অবশেষে ভারতকে হারিয়ে বড় উন্নতির মুখ দেখল হামজা-জামালরা।



গতকাল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের পঞ্চম ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটেই শেখ মোরসালিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ১-০ গোলেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। তাতে ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় পেয়েছে লাল-সবুজের দল।

বাংলাদেশের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বড় অবনতি হয়েছে ভারতের। ৬ ধাপ পিছিয়ে ১৩৬ থেকে ১৪২ নম্বরে নেমে গেছে তারা।

এদিকে র‍্যাঙ্কিংয়ের সেরা দশেও পরিবর্তন এসেছে। র‍্যাঙ্কিংয়ে উন্নতির মুখ দেখেছে ব্রাজিল। ২ ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে সেলেসাওরা। একধাপ করে পিছিয়ে যথাক্রমে ৬ ও ৭ নম্বরে নেমে গেছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। একধাপ করে এগিয়ে যথাক্রমে ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে জার্মানি ও ক্রোয়েশিয়া।

তবে যথারীতি শীর্ষে আছে স্পেন এবং দুইয়ে আর্জেন্টিনা। এছাড়া তিনে আছে ফ্রান্স ও চারে রয়েছে ইংল্যান্ড।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল