এশিয়া কাপ রাইজিং স্টার্স্ট টুর্নামেন্টে এক ম্যাচ হাতে দেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আগে ব্যাট করতে নেমে বড় পুঁজি পেয়েছে লঙ্কানরা।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ‘এ’ দল।
দোহায় আজও টসে জিতেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলী। বরাবরের মতো আজও প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি। আগে বোলিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। দলীয় ৫১ রানেই লঙ্কানদের ৪ উইকেট তুলে নেয় আবু হায়দার-রাকিবুল হাসানরা। টপ অর্ডারের দুই ব্যাটারই ফিরে যান সিঙ্গেল ডিজিটে।
এরপর সাহান আরাচিঙ্গের ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তার ফিফটিতে ভর করেই দেড়শো রান তুলতে সক্ষম হয় লঙ্কানরা। শেষদিকে এসে আউট হয়ে যান তিনি। দলে পক্ষে সর্বোচ্চ ৪৯ বলে ৬৯ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। ৫ চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান আরাচিঙ্গে।
দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বলে ২৩ রান রান আসে অধিনায়ক দিমুল ভেল্লালাগের ব্যাট থেকে। রমেশ মেন্ডিস ১৮ বলে ১৭ রান করেন। এছাড়া ওপেনার ভিশেন হালাম্বাগির ব্যাট থেকে আসে ১৩ রান এবং ১৫ রান করেন নুয়ানিন্দু ফার্নান্দো।
বাংলাদেশের হয়ে ২টি উইকেট শিকার করেন রিপন মন্ডল ও আবু হায়দার রনি। এছাড়া একটি করে উইকেট নেন রাকিবুল হাসান ও আব্দুল গাফফার সাকলাইন।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/বিটি