আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে দারুণ এক জয়ের পর ঢাকা টেস্টে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। মিরপুরের স্পিন-সহায়ক পিচে আগে ব্যাট করতে নেমে ভালো ক্রিকেট খেলেছে টাইগাররা। প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
মিরপুরের উইকেটে সাধারণত লো-স্কোরিং ম্যাচ হয়ে থাকে। বোলিং সহায়ক পিচের কারণে ব্যাটাররা এখানে সুবিধা করতে পারেন না। তাইতো বাংলাদেশ দলের ব্যাটার মুমিনুল হক প্রথমদিনে বাংলাদেশের স্কোর নিয়ে সন্তুষ্ট। তার মতে, মিরপুরের উইকেটে সাড়ে তিনশ রান অন্য উইকেটের চারশ রানের সমান। তবে বাংলাদেশ যে অবস্থানে আছে, এখান থেকে সাড়ে চারশ রান হতে পারে বলে মনে করেন এই বাহাঁতি ব্যাটার।
প্রথম দিনের খেলা শেষে মুমিনুল সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার মনে হয়, এখানে আপনি যদি প্রথম ইনিংসে সাড়ে তিনশও করেন, সেটা অন্য মাঠের ৪০০ রানের সমান। কারণ এখানে উইকেট অনেক মন্থর। এই কারণে রানটা অনেক ম্যাটার করে। আর যদি ৪০০-৪৫০ রান হয়, তাহলে তো খুব ভালো। আমরা এখন যে অবস্থায় আছি, আমার মনে হয় ৩৫০ না, ৪৫০ রান হতে পারে।’
তবে দ্বিতীয় দিন থেকে বোলাররা সুবিধা পেতে পারেন বলে মনে করেন মুমিনুল। তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে সাধারণত প্রথম দিন উইকেটটা একটু সহজ থাকে। কালকেও প্রথম এক ঘণ্টা এরকম থাকবে। এরপর যখন রোদটা পড়বে, তখন বল একটু ঘুরবে। আজকের দিনে আমার কাছে মনে হয় ২৯২ রান আমাদের জন্য যথেষ্ট ছিল।’
ঢাকা টেস্ট দিয়ে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। মাইলফলকের ম্যাচে আরও এক কীর্তি গড়ার অপেক্ষায় তিনি। প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত আছেন এই অভিজ্ঞ ব্যাটার। আর ১ রান করলেই শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন এই তারকা।
এছাড়া মুমিনুল হক প্রথম ইনিংসে ৬৩ রান করে আউট হয়েছেন। ফিফটির পথে আছেন লিটন দাস। ৪৭ রান নিয়ে মুশকফিকের সঙ্গে দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ৩৪ এবং সাদমান ইসলাম ৩৫ রান করে আউট হয়েছেন।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/বিটি