Connect with us
ক্রিকেট

ঢাকার হয়ে খেলতে আসছেন বিশ্বকাপ জয়ী তারকা

অ্যালেক্স হেলস
অ্যালেক্স হেলস। ছবি: সংগৃহীত

আগামী ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর। এবার লড়বে পাঁচটি দল। বেশ কয়েক বছর বাদে লিগে ফেরানো হয়েছে নিলাম পদ্ধতি। বিপিএলের আসন্ন মৌসুমে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দেখা যাবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অ্যালেক্স হেলসকে। তাকে দলে ভিড়িয়েছে ঢাকা। আগামী ২৩ নভেম্বর নিলামের আগে তাকে দলে ভেড়াল শাকিব খানের দল।

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলেন অ্যালেক্স হেলস। বিপিএলে এর আগেও খেলেছেন হেলস। গত মৌসুমে নানা নাটকীয়তার পর হেলস খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে। তার আগে খুলনা টাইগার্স ও দুরন্ত রাজশাহীর জার্সিতে খেলেছেন ইংলিশ ব্যাটার।

৩৬ বছর বয়সী হেলস ইংল্যান্ডের জার্সিতে ১১ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হেলসের সংগ্রহ ২ হাজার ৭৪ রান। ৩০ এর বেশি গড় এবং ১৩৯ এর কাছাকাছি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। ১ শতকের পাশাপাশি করেছেন ১২ অর্ধশতক। সেঞ্চুরি আছে বিপিএলেও।



বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলেছেন অ্যালেক্স হেলস। ৮ ইনিংসে হেলসের সংগ্রহ ৩০০ রান, রয়েছে একটি শতক ও একটি অর্ধশতক। বিপিএলে খেলছে সর্বোচ্চ সংগ্রহ  ১১৩। বিপিএলে ১৫৭.৮৯ স্ট্রাইকরেটে ব্যাট করা হেলসের রয়েছে ১৮ ছয় ও ৩০ চার।

বিপিএলের এবারের আসরের জন্য এর আগে পাকিস্তানি ব্যাটার উসমান খানকে দলে ভিড়িয়েছে ঢাকা। এছাড়াও দেশীয় তারকাদের মধ্যে রয়েছে সম্প্রতি জাতীয় দলের হয়ে আলো ছড়ানো ওপেনার সাইফ হাসান ও তারকা পেসার তাসকিন আহমেদকে।

আগামী ২৩ নভেম্বর বিপিএলের খেলোয়াড় নিলাম হবে দুই ধাপে। প্রথম ধাপে স্থানীয় ক্রিকেটারদের নিলাম ও দ্বিতীয় ধাপে বিদেশি ক্রিকেটারদের নিলাম। নিলাম থেকে কমপক্ষে ১৩ জন স্থানীয় ক্রিকেটারকে দলে নিতে হবে। সর্বোচ্চ ১৬ জন স্থানীয় খেলোয়াড় দলে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট