Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬ : একনজরে পূর্ণাঙ্গ সময়সূচি

U19 World Cup 2026: Full schedule at a glance
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি। ছবি- সংগৃহীত

আইসিসি ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত। আগামী বছরের শুরুতে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ২০২৬ যুব বিশ্বকাপ হতে যাচ্ছে টুর্নামেন্টের ১৬তম আসর। আগামী বছরের ১৫ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যুবাদের এই বিশ্ব আসর।

যুব বিশ্বকাপ সামনে রেখে আজ (১৯ নভেম্বর) টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত আসরের মতো এবারও মোট ১৬ টি দল অংশ নেবে। এই দলগুলো মোট চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ২৩ দিনে ফাইনালসহ মোট ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ে ও নামিবিয়ার ৫টি ভেন্যুতে আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো। এর মধ্যে জিম্বাবুয়ের ৩টি ভেন্যু— হারারে স্পোর্টস ক্লাব (হারারে), তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব (হারারে), কুইন্স স্পোর্টস ক্লাব (বুলাওয়ে) এবং নামিবিয়ার ২টি ভেন্যু— নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড (উইন্ডহোক) ও এইচপি ওভাল (উইন্ডহোক)।



এবারের টুর্নামেন্টে থাকছে সুপার সিক্স পর্ব। প্রতিটি গ্রুপের সেরা তিনটি দল সুপার সিক্সে উঠবে। সুপার সিক্সে ৬টি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরপর অনুষ্ঠিত হবে নকআউট পর্ব। সুপার সিক্সের দুই গ্রুপের শীর্ষ ৪ দল সেমিফাইনালের টিকিট পাবে। এরপর দুটি দল ফাইনালে উঠবে। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

2024 U19 WC Champion Australia

২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ছবি- সংগৃহীত 

আগামী ১৬ জানুয়ারি উদ্বোধনী দিনে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও যুক্তরাষ্ট্র। এছাড়া অপর দুটি ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে এবং তানজানিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

গ্রুপ পর্বের খেলা চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সুপার সিক্সের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৩ ও ৪ ফেব্রুয়ারি দুটি সেমিফাইনাল এবং ৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চারটি গ্রুপ ও দল : 

গ্রুপ এ : ভারত, বাংলাদেশ, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

গ্রুপ বি : জিম্বাবুয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ও স্কটল্যান্ড।

গ্রুপ সি : অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও জাপান।

গ্রুপ ডি : দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও তানজানিয়া।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচি:

১৫ জানুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম ভারত, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

১৫ জানুয়ারি, জিম্বাবুয়ে বনাম স্কটল্যান্ড, তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে

১৫ জানুয়ারি, তানজানিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ, এইচপি ওভাল, উইন্ডহোক

১৬ জানুয়ারি, পাকিস্তান বনাম ইংল্যান্ড, তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে

১৬ জানুয়ারি, অস্ট্রেলিয়া বনাম আয়ারল্যান্ড, নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক

১৬ জানুয়ারি, আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, এইচপি ওভাল, উইন্ডহোক

১৭ জানুয়ারি, ভারত বনাম বাংলাদেশ, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

১৭ জানুয়ারি, জাপান বনাম শ্রীলঙ্কা, নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক

১৮ জানুয়ারি, নিউজিল্যান্ড বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

১৮ জানুয়ারি, ইংল্যান্ড বনাম জিম্বাবুয়ে, তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে

১৮ জানুয়ারি, ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান, এইচপি ওভাল, উইন্ডহোক

১৯ জানুয়ারি, পাকিস্তান বনাম স্কটল্যান্ড, তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে

১৯ জানুয়ারি, শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক

১৯ জানুয়ারি, দক্ষিণ আফ্রিকা বনাম তানজানিয়া, এইচপি ওভাল, উইন্ডহোক

২০ জানুয়ারি, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

২০ জানুয়ারি, অস্ট্রেলিয়া বনাম জাপান, নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক

২১ জানুয়ারি, ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড, তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে

২১ জানুয়ারি, আফগানিস্তান বনাম তানজানিয়া, এইচপি ওভাল, উইন্ডহোক

২২ জানুয়ারি, জিম্বাবুয়ে বনাম পাকিস্তান, তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে

২২ জানুয়ারি, আয়ারল্যান্ড বনাম জাপান, নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক

২২ জানুয়ারি, ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, এইচপি ওভাল, উইন্ডহোক

২৩ জানুয়ারি, বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্র, তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব, হারারে

২৩ জানুয়ারি, শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া, নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক

২৪ জানুয়ারি, ভারত বনাম নিউজিল্যান্ড, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

সুপার সিক্স

২৫ জানুয়ারি, সুপার সিক্স এ১ বনাম ডি৩, নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক

২৫ জানুয়ারি, সুপার সিক্স ডি২ বনাম এ৩, এইচপি ওভাল, উইন্ডহোক

২৬ জানুয়ারি, বি৪ বনাম সি৪, হারারে স্পোর্টস ক্লাব, হারারে

২৬ জানুয়ারি, সুপার সিক্স সি১ বনাম বি২, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

২৬ জানুয়ারি, সুপার সিক্স ডি১ বনাম এ২, নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহোক

২৭ জানুয়ারি, সুপার সিক্স সি২ বনাম বি৩, হারারে স্পোর্টস ক্লাব, হারারে

২৭ জানুয়ারি, সুপার সিক্স সি৩ বনাম বি১, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

২৮ জানুয়ারি, সুপার সিক্স, এ১ বনাম ডি২, হারারে স্পোর্টস ক্লাব, হারারে

২৯ জানুয়ারি, সুপার সিক্স ডি৩ বনাম এ২, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

৩০ জানুয়ারি, সুপার সিক্স ডি১ বনাম এ৩, হারারে স্পোর্টস ক্লাব, হারারে

৩০ জানুয়ারি, সুপার সিক্স বি৩ বনাম সি১, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

৩১ জানুয়ারি, সুপার সিক্স বি২ বনাম সি৩, হারারে স্পোর্টস ক্লাব, হারারে

০১ ফেব্রুয়ারি, সুপার সিক্স বি১ বনাম সি২, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

নকআউট পর্ব

০৩ ফেব্রুয়ারি, প্রথম সেমিফাইনাল, কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

০৪ ফেব্রুয়ারি, দ্বিতীয় সেমিফাইনাল, হারারে স্পোর্টস ক্লাব, হারারে

০৬ ফেব্রুয়ারি, ফাইনাল, হারারে স্পোর্টস ক্লাব, হারারে

উল্লেখ্য, যুব বিশ্বকাপের সবচেয়ে সফলতম দল ভারত। সবচেয়ে বেশি ৫ বার শিরোপা জিতেছে তারা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো যুব বিশ্বকাপ খেলতে যাচ্ছে তানজানিয়া।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট