Connect with us
ফুটবল

মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে হোয়াইট হাউসে নৈশভোজে রোনালদো

রোনালদো
হোয়াইট হাউসে রোনালদো। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট এর বাসভবন হোয়াইট হাউসে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আয়োজিত জমকালো নৈশভোজে দেখা গেল পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তাকে নিয়ে বিশেষ প্রশংসা করতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। 

সৌদি যুবরাজের সম্মানে আয়োজিত নৈশভোজের স্বাগত বক্তব্যে ট্রাম্প জানান, তার ছোট ছেলে ব্যারন রোনালদোর বড় ভক্ত। রোনালদোর সঙ্গে দেখা হওয়ায় ব্যারন এখন বাবাকে আরও সম্মান করছে বলেও রসিকতা করেন ট্রাম্প।

নৈশভোজে দেওয়া বক্তব্যে রোনালদোকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আমার ছেলে রোনালদোর ভক্ত। ওর সঙ্গে দেখা হওয়ায় মনে হচ্ছে ব্যারন এখন আমাকে একটু বেশি সম্মান করে! আপনাদের এখানে পেয়ে সত্যিই সম্মানিত বোধ করছি।’



নৈশভোজে রোনালদোর সঙ্গে উপস্থিত ছিলেন তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। অনুষ্ঠানের একপর্যায়ে বিশ্বের সবচেয়ে বড় ধনী টেসলা ও এক্সের কর্তা ইলন মাস্কের সঙ্গে সেলফিও তুলেছেন তারা। প্রযুক্তি, ব্যবসা ও ক্রীড়াজগতের বহু তারকার উপস্থিতিতে হোয়াইট হাউসের রাত হয়ে ওঠে জমকালো।

নৈশভোজে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও বিশ্বের অনেক ধনী ব্যবসায়ী ও টেক জগতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা। সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতেই হোয়াইট হাউসে এমন আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

২০১৬ সালের পর এটিই ছিল রোনালদোর প্রথম প্রকাশ্য যুক্তরাষ্ট্র সফর। সৌদি প্রো লিগের দল আল-নাসরের হয়ে খেলা রোনালদোকে দেশটির কূটনৈতিক ও ক্রিড়া বিনিয়োগের দূত হিসেবে বিবেচনা করা হয়।

সম্প্রতি ট্রাম্পকে নিজের স্বাক্ষরসহ একটি জার্সি পাঠিয়েছিলেন রোনালদো। ভবিষ্যতে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ আলাপের ইচ্ছাও প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল