Connect with us
ক্রিকেট

২০২৬ যুব বিশ্বকাপে একই গ্রুপে বাংলাদেশ ও ভারত

Bangladesh and India are in the same group in the 2026 Youth World Cup.
যুব বিশ্বকাপে একই গ্রুপে খেলবে বাংলাদেশ ও ভারত। ছবি- এসিসি

আগামী বছরের শুরুতে পর্দা উঠছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৬তম আসরের। এবারের যুব বিশ্বকাপ আয়োজন করবে আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ও নামিবিয়া। আসন্ন এই টুর্নামেন্টে একই গ্রুপে খেলবে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও ভারত।

যুব বিশ্বকাপ সামনে রেখে আজ বুধবার (১৯ নভেম্বর) টুর্নামেন্টের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১৫ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

এবারের টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নেবে। এই দলগুলো মোট চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। যেখানে গ্রুপ এ- তে রয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দল ভারত। তাদের সঙ্গে রয়েছে ২০২০ আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এছাড়া এই গ্রুপের বাকি দুটি দল হলো নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।



গ্রুপ বি-তে রয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। তাদের সঙ্গে আছে পাকিস্তান, ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। গ্রুপ সি-তে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও জাপান। এছাড়া গ্রুপ ডি-তে আছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও তানজানিয়া।

আগামী ১৬ জানুয়ারি উদ্বোধনী দিনে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও যুক্তরাষ্ট্র। এছাড়া অপর দুটি মুখোমুখি হবে স্বাগতিক জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড এবং তানজানিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।

এরপর ১৭ জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। তিন দিন পর ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে লাল-সবুজ জার্সিধারীরা। ২৩ জানুয়ারি গ্রুপের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে আজিজুল হাকিম তামিমের দল।

ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট