মিরপুরে মুশফিকুর রহিম তার শততম টেস্ট খেলতে মাঠে নেমেছেন। এদিন সকালে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। টসে জিতে ব্যাট হাতে নেওয়ার সিদ্ধান্তও সঠিল মনে হচ্ছিল ৫২ রানের ওপেনিং জুটিতে। কিন্তু সেশন শেষে দলীয় ১০১ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
প্রথম সেশনে বাংলাদেশ তুলেছে ১০১ রান, হারিয়েছে ৩ উইকেট। ব্যাটিংয়ে মুমিনুল হক অপরাজিত ১৭ ও মুশফিকুর রহিম অপরাজিত ৩ রান নিয়ে লাঞ্চে যান।
ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দুজনই শুরুটা ভালো করলেও বড় ইনিংসের পথে এগোতে পারেননি। সাদমান ৩৫ ও মাহমুদুল ৩৪ রান করে ফিরেছেন। আয়ারল্যান্ডের স্পিন আক্রমণের সামনে দুজনই ধৈর্য হারিয়ে বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়েছেন। নাজমুল হোসেন শান্ত থিতু হওয়ার আগেই ছক্কা মেরে ৮ রানে বোল্ড হয়ে ফেরেন ডানহাতি স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে।
এদিকে আইরিশ বোলার ম্যাকব্রাইন একাই নিয়েছেন বাংলাদেশের প্রথম তিন উইকেট। তাঁর ধারাবাহিক লাইন-লেংথেই চাপে পড়ে উইকেট দিয়েছেন ওপেনাররা। সাদমানকে এলবিডব্লিউ দেওয়ার ক্ষেত্রে রিভিউ নিয়ে সফল হন অধিনায়ক অ্যান্ডি বলবার্নি।
যদিও প্রথম ঘণ্টায় বেশ সাবলীল ছিলেন দুই ওপেনার। ১৩.২ ওভারেই দলীয় রান হয় ৫২। সিলেট টেস্টে যেখানে এই জুটিতেই এসেছিল ১৬৮, মিরপুরে তাদের সেই ছন্দ শুরুতে দেখা গেলেও ধরে রাখতে পারেনি কেউই।
এদিকে একাদশে আজ একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাহিদ রানার বদলে দলে ফিরেছেন ইবাদত হোসেন চৌধুরী। দুই পেসার তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে দল। স্পিনে থাকবেন মিরাজ, তাইজুল ও মুরাদ।
বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবার্নি, পল স্টার্লিং, ক্যাডে কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পের, লোরকান টাকার, অ্যান্ডি ম্যাকব্রেইন, স্টিফেন ডোহানি, জর্ডান নেইল, ম্যাথু হ্যামফ্রিস, গাভিন হয়ে।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/টিএ