প্রায় ২২ বছর পর ভারতের বিরুদ্ধে এমন ঐতিহাসিক জয়। স্বাভাবিকভাবেই দল উদযাপনে একটু বেশি সময় নিয়েছে। তাই ম্যাচ শেষ হওয়ার আধঘণ্টা গড়ালেও সংবাদ সম্মেলন শুরু হয়নি। প্রথমে উপস্থিত হন ভারতের কোচ খালিদ জামিল। কয়েকটি প্রশ্নোত্তর শেষে ঘোষণা দেওয়া হয়, এবার আসছেন হামজা চৌধুরী। মুহূর্তেই বদলে যায় সম্মেলনকক্ষের পরিবেশ। সবাই বেশ উজ্জীবিত ছিল আজকের সংবাদ সম্মেলন ঘিরে।
প্রথমেই হাসিমুখে হামজা ই দলের দীর্ঘ প্রস্তুতির কথা তুলে ধরেন। কোচিং স্টাফ ও সতীর্থরা প্রায় ২৩ দিন ধরে ক্যাম্পে ছিলেন, ৫০০ ঘণ্টার বেশি সময় পরিবার থেকে দূরে কাটিয়ে প্রস্তুতি নিয়েছেন সবাই -এই পরিশ্রমেরই ফলাফলই দেখেছেন তিনি।
হামজা ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে এফএ কাপ জিতেছেন। তবুও ভারতের বিপক্ষে আজকের জয় তাঁর কাছে অন্যরকম। প্রশ্ন ছিল, দুই সাফল্যের মধ্যে কোনটি বেশি আনন্দের। উত্তরে তিনি বলেন, “এটি ভিন্ন কারণে বিশেষ। আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি। পৃথিবীতে এমন উদযাপন আর কোথাও নেই। তাই অবশ্যই এটি আমার সেরা সাফল্যগুলোর একটি।”
এদিকে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক মাত্র কয়েক মাস আগে। এশিয়ান কাপ বাছাইয়ে দল ছিটকে যাওয়ায় কিছুটা হতাশাও আছে তাঁর মাঝে। তবে আজকের জয়কে তিনি দেখছেন এক ধরনের ফাইনাল হিসেবে। তিনি বলেন, “পারফরম্যান্স আগের ম্যাচগুলোতেও ছিল, দরকার ছিল ফল। আজ পুরো পারফরম্যান্স না হলেও ফল এসেছে। এখন মার্চে নতুন করে প্রস্তুতি নেব।”
ইংল্যান্ডে বেড়ে ওঠা হামজা মন থেকে বাংলাদেশকে বেছে নিয়েছেন এ কথাও স্পষ্ট করে দিলেন। তাঁর মতে, “স্বপ্ন একাধিক হতে পারে। এর মধ্যে বাংলাদেশের হয়ে খেলা তার একটি। খুব শিগগিরই আমরা বড় টুর্নামেন্টেও সুযোগ করে নেব।”
জায়ান, মিতুলসহ তরুণ খেলোয়াড়দের প্রশংসায়ও ভরিয়ে দিয়েছেন তিনি। দর্শকভর্তি স্টেডিয়ামের চাপেও সবাই নিজেদের সামলে খেলেছে বলে মনে করেন হামজা। বিশেষ করে শেষ দিকে মিতুলের গুরুত্বপূর্ণ সেভ আর নিজের ৯২তম মিনিটের হেডে বল ক্লিয়ার এসব মুহূর্ত নিয়ে তিনি বলেন, “আপনি আপনার ভাগ্য নিজেই তৈরি করেন। আল্লাহর রহমতে আমরা আজ নিরাপদে ছিলাম।” শেষ দিকে ত মিতুল একটি বল ধরে আমাদের দারুণভাবে বাঁচিয়ে দেয়।
সবশেষে দলের ত্যাগ আর ঐক্যের কথা মনে করিয়ে দিলেন হামজা। দীর্ঘ ক্যাম্প, পরিবার থেকে দূরে থাকা, আর কোচিং স্টাফের নিবেদন সব মিলিয়ে আজকের উদযাপনটি সকলের ত্যাগের ফল। সেজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
ক্রিফোস্পোর্টস/১৯নভেম্বর২৫/টিএ