Connect with us
ক্রিকেট

ঢাকার চমক, মেন্টর হিসেবে থাকছেন শোয়েব আখতার

Shoaib Akhtar in Dhaka Capitals as mentor
ঢাকা ক্যাপিটালসে মেন্টর হিসেবে শোয়েব আখতার। ছবি- সংগৃহীত

বিপিএলে এবার চূড়ান্তভাবে দলের মালিকানা নিশ্চিত এরপর একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে একাধিক তারকা ক্রিকেটার দলে যুক্ত করার পর এবার নতুন আরেক চমক দেখালো ঢাকা। মেন্টোর হিসেবে দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে পাকিস্তানি কিংবদন্তি শোয়েব আখতারকে।

আজ বৃহস্পতিবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিশিয়াল পেইজে পোস্ট করে শোয়েব আখতারকে দলের মেন্টর করার বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। এর আগে বিপিএলের গেল আসরে ঢাকার মেন্টর হিসেবে ছিলেন পাকিস্তানের আরেক সাবেক তারকা অফ স্পিনার সাঈদ আজমল।

শোয়েব আখতারের ছবি পোস্ট করে ঢাকা ক্যাপিটালস তার ক্যাপশনে লিখেছে, ‘গতি কৌশলের সাথে মিলে যায়। আমাদের পরামর্শদাতা—শোয়েব আখতার। শুরু হোক গর্জন!’



ক্রিকেট থেকে অবসরের পর ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই তারকা ক্রিকেটার মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিত। ক্রিকেট বিশ্লেষক হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় শোয়েবকে। এছাড়া নিজের ইউটিউব চ্যানেলেও পাকিস্তান এবং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বিভিন্ন বিশ্লেষণধর্মী কনটেন্ট প্রকাশ করছেন তিনি।

আসন্ন বিপিএলে এবার ড্রাফটের বদলে অনুষ্ঠিত হবে নিলাম। তবে ক্রিকেটার বেচাকেনার এই আয়োজনের আগেই একাধিক তারকা ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তিতে চমক দেখিয়েছে ঢাকা। নিলামের আগেই তারা দলে টেনেছে তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস ও উসমান খানের মত ক্রিকেটারদের।

বিপিএলের গেল আসরে প্রথমবারের মতো ঢাকা ক্যাপিটালসের মালিকানা কিনে চমক জাগিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল‌্যান। এবারও একই প্রতিষ্ঠানের মালিকানায় মাঠে নামতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট