এবার আর কোন ভুল করেনি বাংলাদেশ। শেষে এসে হৃদয় ভাঙিয়েনি সমর্থকদের। প্রথমার্ধে মোরসালিনের করা গোলের লিড ধরে রেখে এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ভারতকে ঘরের মাঠে ১-০ গোলে পরাজিত করল লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ হোম ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে হামজা চৌধুরীর দল। ২০০৩ সালের পর ভারতের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম জয়। এতে দীর্ঘ ২২ বছরের আক্ষেপ ঘুচলো ১৮ কোটি ভক্ত সমর্থকের।
এদিন ম্যাচের মাত্র তো ১১তম মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন শেখ মোরসালিন। সতীর্থের দারুন এক ক্রস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন তরুণ এই ফুটবলার। লিড ধরে রেখেই বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধের গোটা সময়ে ভারতের সঙ্গে সমানতালে লড়াই করে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করে ভারত। একের পর এক আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকদের দূর্গে। তবে বাংলাদেশের কঠিন রক্ষণ শেষ পর্যন্ত ভাঙতে পারেনি সফরকারীরা। তবে দ্বিতীয়ার্ধে একাধিকবার লাল-সবুজের প্রতিনিধিদের মনে কারন ধরায় ভারত।
কেননা শেষ মুহূর্তে গোল হজম করে জয় বঞ্চিত হওয়ার অভ্যাস রয়েছে বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ম্যাচে শেষ কয়েক মিনিটে গোল হজম করে হৃদয় ভাঙ্গে কোটি ভক্ত সমর্থকের। তবে এবার তেমন কিছু হতে দেননি হামজা চৌধুরীরা। আর দেশের জার্সিতে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেল হামজা-শমিতরা।
উল্লেখ্য, এর আগে ২০০৩ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। চলতি এশিয়ান কাপের বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ভারতের মাটিতে তাদের বিপক্ষে ড্র করেছিল হামজারা। তবে এবার ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে জয়ের দেখা পেল বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৫/এফএএস