Connect with us
ফুটবল

ভারতের বিপক্ষে একাদশে ফিরলেন শমিত-মোরসালিন

Bangladesh football team
বাংলাদেশ ফুটবল দল। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে আর কিছুক্ষণ বাদেই মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। যেখানে হাই-ভোল্টেজ এই ম্যাচের শুরুর একাদশে ফিরেছেন শমিত সোম ও শেখ মোরসালিন। আর গেল নেপাল ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া এবং সোহেল রানা জুনিয়র।

আজ মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ হোম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। রাত ৮ টায় বাজবে ম্যাচ শুরুর বাঁশি। তার আগেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশ করেছে ম্যাচের শুরুর একাদশ। 

নেপালের বিপক্ষে গেল প্রস্তুতি ম্যাচে শুরুর একাদশে শমিত সোমকে না রাখায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। তবে এবার ঠিকই শুরুর একাদশে লাল-সবুজের দলে কানাডিয়ান লিগে খেলা শমিতকে ফিরিয়েছেন এই স্প্যানিশ কোচ।



ইতোমধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশ ও ভারত উভয় দলেরই। তবে একপ্রকার ইগোর লড়াইয়ে এরই মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে উভয় দেশের ফুটবল সমর্থকদের মাঝে। দক্ষিণ এশিয়ার ডার্বি খেত এই ম্যাচে বাংলাদেশ চাইবে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম জয় তুলে নিতে।


বাংলাদেশের শুরুর একাদশ —
গোলরক্ষক: মিতুল মারমা
রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদ উদ্দিন
মাঝমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), শমিত সোম ও শেখ মোরছালিন।
আক্রমভাগ: রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল