অস্ট্রেলিয়া প্রবাসী রায়ান উইলিয়ামসকে বাংলাদেশের বিপক্ষে খেলানোর জন্য চেষ্টার কমতি রাখেননি ভারতের কোচ খালিদ জামিল। তবে শেষ পর্যন্ত বিফলে গেল তার সকল প্রচেষ্টা। নির্ধারিত সময়ের মধ্যেফিফার অনুমতি না পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না এই অস্ট্রেলিয়া প্রবাসীর।
ম্যাচ কমিশনারের কাছে ২৩ জনের স্কোয়াড তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে, নির্ধারিত সময়ের মধ্যে রায়ান উইলিয়ামসকে বাংলাদেশের বিপক্ষে খেলানোর অনুমতি পায়নি ফিফার কাছ থেকে।
তাই আজ (মঙ্গলবার) রাত ৮ টায় এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দেখা যাবে না অস্ট্রেলিয়া প্রবাসী এই ফুটবলারকে। নিয়ম অনুযায়ী ম্যাচের আগের দিনই জমা দিতে হয় ২৩ জনের স্কোয়াড। কিন্তু ভারত তালিকা না দিয়ে সময় চাইলে, সময় দিতে অস্বীকৃতি জানায় ম্যাচ কমিশনার। অস্ট্রেলিয়া ফুটবল রায়ান উইলিয়ামসকে ছাড়পত্র দিলেও ভারতকে অপেক্ষায় রেখেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
রায়ান অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দল ও জাতীয় দলে খেলেছেন। কিন্তু এক দেশের হয়ে খেলার পর আরেক দেশের হয়ে নামতে চাইলে প্রক্রিয়াটা সময়সাপেক্ষ। তবু খালিদ জামিল তাঁকে দলে ডেকেছিলেন, ঢাকায়ও এনেছিলেন। মূলত, রায়ান উইলিয়ামসকে মাঠে নামাতে না পারলেও যাতে বাংলাদেশ তাকে নিয়ে মনস্তাত্ত্বিক চাপে থাকে, সেজন্য রায়ানকে দলের সঙ্গে এনেছেন খালিদ জামিল।
তবে এক্ষেত্রে দেরী করেননি বাংলাদেশ কোচ হাভিয়ার কাবরেরা। গতকাল (সোমবার) জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শেষে রাতেই ২৩ জনের স্কোয়াড জমা দেন ম্যাচ কমিশনারের কাছে। তালিকায় জায়গা পাননি আলোচিত স্ট্রাইকার মোহাম্মদ আল-আমিন। জায়গা হয়নি মোরশেদ আলী, গোলরক্ষক পাপ্পু হোসেন এবং ডিফেন্ডার রহমত মিয়ারও।
তবে স্কোয়াডে ডাক পেয়েছেন নেপালের বিরুদ্ধে স্কোয়াডে না থাকা কাজেম শাহ রয়েছেন। রহমত মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের চোট সমস্যা থাকায় কিউবা মিচেল ও মোর্শেদকে ক্যাম্পে ডেকেছিলেন কাবরেরা। শেষ পর্যন্ত মোরশেদ বাদ পড়লেও জায়গা ধরে রেখেছেন কিউবা। সামান্য চোটে ভুগলেও শেখ মোরছালিন কে ভারত ম্যাচের পরিকল্পনায় রেখেছেন ক্যাবরেরা।
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৫/এআই