Connect with us
ফুটবল

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে রোমাঞ্চিত আইরিশ ক্রিকেটাররা

Ireland cricketer talk about Bangladesh India match
বাংলাদেশের ফুটবল ম্যাচ নিয়ে কথা বললেন আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর। ছবি- সংগৃহীত

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ নিয়ে উন্মাদনার কমতি নেই গোটা দেশে। বাংলাদেশের এই ম্যাচ ঘিরে আগ্রহের কথা শোনা যায় জাতীয় দলের ক্রিকেটারদের কাছ থেকেও। তবে এবার দক্ষিণ এশিয়ান এই ডার্বি নিয়ে নিজের রোমাঞ্চের কথা জানালেন আইরিশ ক্রিকেটার হ্যারি টেক্টর। এমনকি নেপালের বিপক্ষে ম্যাচ দেখার কথাও জানিয়েছেন তিনি।

আজ রাতে ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত এশিয়ান কাপ বাছাই পর্বের কোন ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এরপর আগামীকাল টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগার ক্রিকেটাররা। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের ফুটবল ম্যাচ নিয়ে নিজেদের এই আগ্রহের কথা জানিয়েছেন আইরিশ ক্রিকেটাররা।

দেশে বর্তমানে বয়ে চলা ফুটবলের প্রতি উন্মাদনা নিয়ে আয়ারল্যান্ড ক্রিকেটারদের কোন ধারণা আছে কিনা সে প্রসঙ্গে জানতে চাইলে সংবাদ সম্মেলনে আসা হ্যারি টেক্টর উচ্ছ্বসিত ভাবে নেপাল ম্যাচ দেখার কথা বলেন, ‘ফুটবল? (হামজার গোল) অবিশ্বাস্য, স্রেফ অবিশ্বাস্য। আমরা সবাই মিলে অ্যান্ডি বালবার্নির রুমে বসে ম্যাচটি দেখছিলাম। আমরা খেলার প্রথমার্ধ মিস করেছি। তবে দ্বিতীয়ার্ধ যাতে মিস না হয়, তাই দ্রুত রুমে ফিরে আসি। দ্বিতীয় গোলটি দেখার পর আমরা আশা করেছিলাম, তৃতীয় গোলটিও হবে।’



কেবল নেপালের বিপক্ষে সেই ম্যাচ নয় আজ রাতে হতে যাওয়া ভারত ও বাংলাদেশের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচ নিয়ে রোমাঞ্চের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা জানি আজ রাতে তারা (বাংলাদেশ) ভারতের বিপক্ষে খেলবে। এটা বড় একটা ম্যাচ হতে যাচ্ছে এবং আমরাও এই ম্যাচ নিয়ে খুবই রোমাঞ্চিত।’

নিজ দেশের ফুটবল উন্মাদনা নিয়ে টেক্টর বলেন, ‘আমার মনে হয়, একমাত্র ফুটবল খেলাটাই আমাদের দেশের সবাইকে একত্রিত করতে পারে। এটা আমাদের জাতীয় গৌরবের অংশ। আয়ারল্যান্ড যখন সর্বশেষ বিশ্বকাপে খেলেছিল, তখন আমার বয়স ছিল মাত্র দুই বছর। সুতরাং দেশবাসী অনেকদিন ধরে অপেক্ষা করে আছে আমাদের ফুটবল দলকে বিশ্বকাপে দেখার জন্য। আশা করি তারা সফল হবে।’

আজ রাত ৮টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। ইতোমধ্যে এশিয়ান কাপের মূল পর্বে খেলার আশা শেষ হয়ে গেছে বাংলাদেশ ও ভারত উভয় দলেরই। তবে একপ্রকার ইগোর লড়াইয়ে এরই মধ্যে উত্তাপ ছড়াতে শুরু করেছে উভয় দেশের ফুটবল সমর্থকদের মাঝে।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল