Connect with us
ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় দুঃসংবাদ

ত্রিদেশীয় সিরিজ
ত্রিদেশীয় সিরিজ। ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। অসুস্থতার কারণে অধিনায়ক চারিত আসালাঙ্কা ও পেসার আসিতা ফার্নান্দো দল থেকে ছিটকে গেছেন। পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে রাওয়ালপিন্ডিতে আজ থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারবেন না এই দুই ক্রিকেটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুজনকে দ্রুত দেশে ফিরিয়ে চিকিৎসা দেওয়া হবে। দুজনেই দলের জন্য গুরুত্বপূর্ণ সদস্য। সতর্কতামূলক এই সিদ্ধান্তের কারণ হচ্ছে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। সেক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি নিতে চাই না। এর ফলে তারা ভবিষ্যৎ দায়িত্বে ফেরার আগ পর্যাপ্ত সময় পাবেন নিজেদের ঠিক করে নেওয়ার। এদিকে আসালাঙ্কার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। নতুন করে দলে জায়গা পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার পবন রত্নায়েকে।

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলা। প্রত্যেক দলে একে অপরের বিপরীতে দুটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দল খেলবে ফাইনাল। এর আগে তিন ওয়ানডের সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয় শ্রীলঙ্কা।



ওই সিরিজ চলাকালেই ইসলামাবাদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। শ্রীলঙ্কা দল তখন ইসলামাবাদেই অবস্থান করছিল, এবং ঘটনার পর কয়েকজন ক্রিকেটারের মধ্যে দেশে ফেরার আগ্রহ দেখা দেয়। তবে বোর্ড দ্রুতই কঠোর অবস্থান জানিয়ে দেয়। এসএলসির পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সফর চলবে পরিকল্পনা অনুযায়ী। বোর্ডের স্পষ্ট বার্তা কোনো খেলোয়াড় নির্দেশ না মেনে দেশে ফিরলে তার আচরণ নিয়ে আনুষ্ঠানিক পর্যালোচনা করা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ফলস্বরূপ কোনো ক্রিকেটার পাকিস্তান থেকে ফেরত আসেনি।

এদিকে ওয়ানডেতে ব্যর্থতার পর ত্রিদেশীয় সিরিজ দিয়ে নিজেদের ছন্দে ফেরানোর লক্ষ্য ছিল লঙ্কানদের। কিন্তু সিরিজ শুরুর আগেই অধিনায়ক ও একজন পেসারকে হারানো তাদের প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলবে।

ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট