ফ্রান্স জাতীয় দলের কোচিং প্যানেলে বড় ধরনের পরিবর্তন প্রায় নিশ্চিত। ২০২৬ বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ছেন দিদিয়ের দেশম, আর তার জায়গায় জিনেদিন জিদানকে দেখার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ফ্রান্সের কয়েকটি নির্ভরযোগ্য গণমাধ্যম তথ্য মতে, জিদানের সঙ্গে জাতীয় দলের প্রাথমিক আলোচনা শেষ হয়েছে, এমনকি খসড়া চুক্তিও প্রায় অগ্রগতির দিকে আছে।
দেশমের দীর্ঘ এক যুগের অধ্যায়ের পর স্বাভাবিকভাবেই বড় নাম খুঁজছিল ফরাসি ফুটবল সংস্থা। সেই জায়গায় জিদানই সবচেয়ে উপযুক্ত প্রার্থী। খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপজয়ী এই তারকা ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে দুই দফায় দায়িত্ব পালন করেছেন। তার কোচিংয়ে রিয়াল জিতেছে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, যা তাকে দ্রুত বিশ্ব ফুটবলের শীর্ষ কোচদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে জিদান নিজেই কোচিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তখন তিনি বলেন, অচিরেই আবার তাকে ডাগআউটে দেখা যাবে। তবে কোন ক্লাব বা দেশের দায়িত্ব নিতে চান সেটি জানাননি। তবে ফরাসি ফুটবল সংস্থার খবর অনুযায়ী, তার লক্ষ্য ছিল একটাই নিজ দেশের দলের হয়ে কাজ করা।
এর মাঝে দেশম নিশ্চিত করেছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ টুর্নামেন্ট। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর তিনি ফ্রান্সকে ২০১৮ বিশ্বকাপ জিতিয়েছেন। উঠেছেন ইউরো ২০১৬ ফাইনালে। আবার ক্যারিয়ারে বড় ব্যর্থতাও আছে। ইউরো ২০২০-এ শেষ ১৬ থেকে ছিটকে পড়া কিংবা ২০২২ বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে হার সবই তার কোচিং ক্যারিয়ারের উত্থান-পতনের অংশ।
সেক্ষেত্রে দল বদলের সিদ্ধান্ত তাই খুব অস্বাভাবিক নয়। ধারাবাহিক সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিত্ব, বড় ম্যাচের অভিজ্ঞতা, এবং ফরাসি ফুটবলের সঙ্গে দীর্ঘ সম্পর্ক তাকে কোচ হওয়ার দৌড়ে স্পষ্টভাবে অন্যদের থেকে এগিয়ে রেখেছে।
সব ঠিক থাকলে ২০২৬-এর পর থেকেই শুরু হবে জিদানের নতুন অধ্যায়। ফরাসি ফুটবলের প্রত্যাশা পোস্ট-দেশম যুগে নতুন পথ দেখাবেন জিনেদিন জিদান যিনি দেশটির সেরা ফুটবল আইকনদের একজন।
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৫/টিএ