Connect with us
ক্রিকেট

আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Bangladesh reached the semifinals by defeating Afghanistan by 8 wickets
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। ছবি- এসিসি

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’ দল। সোমবার (১৭ নভেম্বর) ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে আকবর আলীর দল। 

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৭৭ রান করে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা ধীরগতিতে শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার জিসান আলম ও হাবিবুর রহমান সোহান দেখেশুনে খেলেন। তবে দেখেশুনে খেলতে গিয়েও আজ সুবিধা করতে পারেননি সোহান। আগের ম্যাচে রেকর্ডগড়া সেঞ্চুরি হাকানো এই ব্যাটার ১৩ বলে ১০ রান করে গজনফরকে উইকেট দিয়ে ফেরেন। ধীরগতির শুরুর পর পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ২২ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।



ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি আরেক ওপেনার জিসানও। দলীয় ২৪ রানের মাথায় গজনফরকে উইকেট দিয়ে ফেরেন তিনি। ১৬ বলে ১০ রান করেন এই ওপেনার। এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে ৪৩ বলে ৫৫ রানের অপরাজিত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। আবরার ২২ বলে ২৪ এবং অঙ্কন ৩০ বলে ২৭ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে রিপন মন্ডল, রাকিবুল হাসান ও মেহরব হাসানদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তানের ব্যাটাররা। টপ অর্ডারের তিন ব্যাটার ফেরেন সিঙ্গেল ডিজিটে। ওপেনার ইমরান মীর ৪, আরেক ওপেনার নুর উল রহমান ১ এবং তিনে নামা সেদিকুল্লাহ আতল ৮ রান করে বিদায় নেন।

চারে খেলতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ২৮ বলে ২৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক দরবেশ রাসুলি। এছাড়া ইজাজ আহমেদ আহমাদজাই ১২ এবং আল্লাহ মোহাম্মদ গজনফর ১১ রান করেন। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন রাকিবুল। সমান ওভারে রিপন ১০ রান দিয়ে সমান ৩টি উইকেট নেন। এছাড়া মেহেরব হোসেন ২টি এবং সাকলাইন একটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান ‘এ’ দল : ৭৮/১০ (১৮.৪ ওভার)

বাংলাদেশ ‘এ’ দল : ৭৯/২ (১৩.৩ ওভার)

ফলাফল : বাংলাদেশ ‘এ’ দল ৮ উইকেটে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট