Connect with us
ক্রিকেট

আফগানিস্তানকে ৭৮ রানে অলআউট করে দিল বাংলাদেশ

Bangladesh bowled out Afghanistan for 77 runs
আফগানিস্তান ‘এ’ দলকে ৭৭ রানে অলআউট করেছে বাংলাদেশ ‘এ’ দল। ছবি- এসিসি

এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (সোমবার) আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ‘এ’ দল। টস জিতে আগে বোলিংয়ে নেমে আফগানদের একশ রানের আগেই আটকে দিয়েছে লাল-সবুজের দল।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৭৭ রান করে গুটিয়ে গেছে আফগানিস্তান। বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রিপন মন্ডল, রাকিবুল হাসান ও মেহরব হাসান।

এদিন বোলিংয়ে নেমে রিপন মন্ডলের কল্যাণে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। নিজের প্রথম ওভারেই আঘাত হানেন এই পেসার। ৪ রানে ফেরান ওপেনার ইমরান মরকে। এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসে উইকেট তুলে নেন রিপন। একে একে সেদিকুল্লাহ আতল (৮) ও নুর উল রহমানকে (১) ফেরান এই পেসার।



রিপনের পর আফগান শিবিরে আঘাত হানে মেহরব হাসান। ইনিংসের দশম ওভারে মেডেনসহ জোড়া উইকেট তুলে নেন তিনি। তার শিকার ইজাজ আহমেদ আহমাদজাই (১২) ও নাঙ্গেলিয়া খারোতে (০)। তাতে ৩৫ রানেই ৫ উইকেট হারায় আফগানরা।

এরপর আফগানরা তাকিয়ে ছিল অধিনায়ক দরবেশ রাসুলির ব্যাটে। ইনিংসের ১৩তম ওভারে এক ছক্কা ও দুই চারে ১৪ রান তুলে নেন তিনি। যা আশা জাগায় আফগানদের। অবশ্য ওই ওভারে বাউন্ডারি লাইনে সহজ ক্যাচ মিস করেছিলেন ইয়াসির আলী রাব্বি।

পরের ওভারেই তার সঙ্গী ফারমানউল্লাহ সফিকে (৬) ফেরান রাকিবুল হাসান। এর পরের ওভারেই রাসুলিকে ফেরান আব্দুল গাফফার সাকলাইন। ২৮ বলে ২৭ রান করে বিদায় নেন আফগান অধিনায়ক। শেষদিকে ১১ রান করেন আল্লাহ মোহাম্মদ গজনফর।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন রাকিবুল। সমান ওভারে রিপন ১০ রান দিয়ে সমান ৩টি উইকেট নেন। এছাড়া মেহেরব হোসেন ২টি এবং সাকলাইন একটি উইকেট নেন।

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট