বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মুখ থুবড়ে পড়েছে আয়ারল্যান্ড। সিলেটে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হেরেছে সফরকারীরা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় আইরিশরা। সেই লক্ষ্যে ছক কষছে সফরকারি দলটি।
মিরপুরের পিচকে বলা হয়ে থাকে স্পিনস্বর্গ। এখানে স্পিনাররাই বেশি সুবিধা পেয়ে থাকেন। আর এই স্পিন জালেই বাংলাদেশকে আটকাতে চায় আয়ারল্যান্ড। তাই মিরপুর টেস্টের একাদশে স্পিনারদের প্রাধান্য দিয়েই একাদশ সাজাবে সফরকারীরা।
মিরপুর টেস্ট সামনে রেখে আজ (সোমবার) সংবাদ সম্মেলনে আসেন আয়ারল্যান্ডের কোচ হাইনরিখ মালান। তিনি বলেন, ‘মিরপুরের উইকেটে সবসময় স্পিনাররা সুবিধা পায়। এখানে বাংলাদেশ লম্বা সময় ধরে এক পেসার ও ৩ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। তাই আমরাও আশা করছি এখানে স্পিনাররা ভালো করবে। আশা করছি উইকেট অনুযায়ী আমাদের দলের কম্বিনেশনটা ঠিকভাবে হবে৷ যেন ম্যাচের ৫ দিনই আমরা ভালো করতে পারি।’
এই সিরিজের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেটি হয়েছিল এই মিরপুরের মাটিতেই। সেই ম্যাচে ৭ উইকেটে হেরেছিল সফরকারীরা। তবে হারলেও পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখানে ভালো ক্রিকেট খেলতে চায় আইরিশরা।
মালান বলেন, ‘মিরপুরে ফিরতে পারাটা আমাদের জন্য ভালো সুযোগ। আমাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। ২০২৩ সালে এখানে আমরা খেলেছিলাম। তাই এখানকার কন্ডিশনের ব্যাপারে আমাদের কিছুটা ধারণা আছে। সিলেট টেস্ট থেকেও আমাদের কিছু শেখার আছে। আশা করি সবকিছু কাজে লাগিয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারব।’
উইকেটের কন্ডিশন এক এক ভেন্যুতে এক এক রকম হয়। সিলেটের উইকেট বোঝার পর দ্বিতীয় ইনিংসে ভিন্ন অ্যাপ্রোচে খেলেছে আয়ারল্যান্ড। যেহেতু মিরপুরের কন্ডিশন ভিন্ন। তাই এখানকার কন্ডিশন বুঝে খেলতে হবে বলে মনে করেন মালান, ‘সিলেটে দ্বিতীয় ইনিংসে আমরা ভিন্ন অ্যাপ্রোচে খেলেছি। ম্যাচের পরিস্থিতি বুঝে এবং পিচের কন্ডিশন বুঝে আমাদের খেলতে হবে। টেস্ট ম্যাচে ধারাবাহিক হতে হবে। এখানে সামনের কয়েক দিনে আমাদেরকে উন্নতি করতেই হবে।’
আগামী বুধবার (১৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৫/বিটি