Connect with us
ক্রিকেট

ওরা টেস্ট ক্রিকেটকে শেষ করে দিয়েছে : হরভজন সিং

ভারত বনাম দ. আফ্রিকা ও হরভজন সিং
ভারত বনাম দ. আফ্রিকা ও হরভজন সিং। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে মাত্র ১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯৩ রানে অলআউট হয় ভারত। এর মধ্য দিয়ে ঘরের মাঠে ১৫ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হারলো ভারত। ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের এমন পরাজয়ে রীতিমতো সমালোচনার ঝড় বইছে। 

ইডেন টেস্টের প্রথম ইনিংসে ভারতের বোলিং তোপে মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। জবাবে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ১৮৯ রান। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ১৫৩ রান। তাই, জয়ের জন্য ভারতের সামনে লক্ষ দাঁড়ায় ১২৪ রান। তবে এই স্বল্প পুঁজি নিয়েও ভারতকে গুঁড়িয়ে দিয়ে সিরিজের প্রথম টেস্ট জিতে নেয় সফরকারি দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে এমন লজ্জাজনক হারে ক্ষুব্ধ ভারতীয় সাবেক তারকা স্পিনার হরভজন সিং। তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য দুঃখ হয়, ওরা টেস্ট ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে। শান্তিতে থেকো টেস্ট ক্রিকেট। আমি দেখেছি, গত কয়েক বছর ধরে যে ধরনের পিচ বানানো হচ্ছে। কিন্তু দল জেতায় এ নিয়ে কেউ কিছু বলে না। অনেকে এমন পিচে উইকেট নিয়ে মহান হচ্ছে। তাই সবাই ভাবে সবকিছু ঠিকঠাক হচ্ছে। তবে এটা এখন থেকে শুরু হয়নি।’



হরভজন আরও বলেন, ‘বেশ কয়েক বছর ধরে এমনটি চলছে। এইভাবে এগোনো যাবে না। এভাবে আগালে হয়তো দল জিতবে কিন্তু কোন লাভ হবে না। এভাবে ক্রিকেটার হিসেবে উন্নতি করা সম্ভব নয়। তাই আমার মনে হয়, এবার এটা নিয়ে ভাবার সময় হয়ে গিয়েছে। এমন পিচে নিজেদের ব্যাটাররাই জানে না কিভাবে রান করতে হবে। সবাই যদি পিচের জন্য আউট হয়, তাহলে যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।’

ইডেন টেস্ট তিন দিনে শেষ হওয়ায় পিচ নিয়ে সমালোচনা হচ্ছে। এ ব্যাপারে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর বলেন, ‘এটা কোনোভাবেই খেলতে না পারার পিচ নয়। আমরা যেমন পিচ চেয়েছিলাম, ঠিক তেমনটাই তৈরি হয়েছে। কিউরেটর সুজন মুখার্জি অত্যন্ত সহযোগিতা করেছেন। যারা মানসিকভাবে শক্ত থেকে ডিফেন্স ভাল করেছে, তারাই রান করেছে। এই উইকেট আপনাকে পরীক্ষা করায়, মানসিকভাবে কতটা শক্ত, সেটাই বড় ব্যাপার।’

গম্ভীর আরও বলেন, এই পিচে তেমন কোনো বিশেষ কিছু ছিল না। অক্ষর, তেম্বা, ওয়াশিংটন তিনজনই রান করেছে। যদি কেউ এটাকে টার্নিং ট্র্যাক বলে, মনে রাখবেন অধিকাংশ উইকেটই নিয়েছে পেসাররা।

আগামী ২২ নভেম্বর গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রোটিয়াদের মুখোমুখি হবে ভারত।

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট