ঢাকায় আজ (সোমবার) নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরের পর্দা উঠেছে। দারুণ এক জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। আফ্রিকার চ্যাম্পিয়ন উগান্ডাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে দুই লোনাসহ ৪২-২২ পয়েন্টে উগান্ডাকে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হয়েছেন স্মৃতি আক্তার।

উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি- বিকেএফ
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের সঙ্গে সমানে সমান লড়াই করে উগান্ডা। স্বাগতিকরা ট্যাকটিকসে এগিয়ে থাকলেও উগান্ডা শারীরিক দিক দিয়ে এগিয়ে ছিল। তবে ডিফেন্ডার স্মৃতি আক্তারের দারুণ লড়াইয়ে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। দুই পয়েন্টে (১৪-১২) এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে উগান্ডাকে দুই বার অলআউট করেছে স্বাগতিকরা। যা ম্যাচে ব্যবধান গড়ে দেয়। দ্বিতীয়ার্ধে আরও ২৮ পয়েন্ট তুলে নেন লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে উগান্ডা কেবল ১০ পয়েন্ট তুলে নিতে সক্ষম হয়। তাতে শেষ পর্যন্ত ৪২-২২ পয়েন্টে ম্যাচটা জিতে যায় বাংলাদেশ।
বাংলাদেশের জয়ের পর দলের সেরা পারফর্মার স্মৃতি বলেন, ‘আমরা উগান্ডার সাথে আগে কখনো খেলিনি, তাই শুরুতে কিছুটা চাপ অনুভব করছিলাম। ওদেরকে বুঝতে একটু সময় লেগেছে। এ কারণে শুরুতে আমাদের খেলা একটু অগোছালো মনে হয়েছে। তবে ওদের বুঝে নেওয়ার পরে আমরা অনেক ভালো খেলেছি।’
স্মৃতির এটা প্রথম বিশ্বকাপ। প্রথম জয় পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। পরের ম্যাচগুলোতেও বাংলাদেশকে জয় এনে দিতে চান এবং দেশের হয়ে পদক জিততে চান স্মৃতি, ‘জয় পেয়েছি, অনেক ভালো লাগছে। প্রথম ম্যাচে যেহেতু জিতেছি, পরের গুলোও ইনশাআল্লাহ জিতবো। এটা আমার প্রথম বিশ্বকাপ। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে অনেক ভালো লাগছে। আরও চেষ্টা করব। আমরা সবাই মিলে বাংলাদেশকে পদক এনে দিতে চাই।’
কাবাডির এই আসরের ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে উগান্ডা ছাড়াও রয়েছে ভারত, থাইল্যান্ড ও জার্মানি। বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ জার্মানি। আগামীকাল (মঙ্গলবার) বিকেল পাঁচটায় ইউরোপের এই দেশটির মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৫/বিটি