Connect with us
ফুটবল

জামালের চোখে বর্তমান দলই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল

বাংলাদেশ ফুটবল দল ও জামাল ভূঁইয়া
বাংলাদেশ ফুটবল দল ও জামাল ভূঁইয়া। ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে আগামীকাল (১৮ নভেম্বর) ঢাকায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইতোমধ্যে দু’দল বাছাইপর্ব থেকে ছিটকে গেলেও ম্যাচকে ঘিরে আগ্রহের কোনো কমতি নেই সমর্থকদের মাঝে। 

বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে স্কোয়াড রয়েছে, অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখে সেটিই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড।

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে ৬ ম্যাচ খেললেও এখনো জয়ের দেখা পাননি তিনি। এবার অন্তত সেই অধরা জয় দেখতে চান বাংলাদেশের অধিনায়ক।



জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড হওয়ায় ভারতকে হারানোর সুযোগ দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে ৭ ম্যাচ খেললেও শুধু ভুটানের বিপক্ষে ম্যাচ বাদে কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। তাই, আগামীকাল (মঙ্গলবার) জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের। ম্যাচে জয়ের প্রত্যাশা রেখে জামাল বলেন, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

বরাবরের ন্যায় এবারও ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ায় বাড়তি আবেগও কাজ করছে বাংলাদেশের ফুটবলার ও সমর্থকদের মধ্যে। দু’দলই বিদায় নিলেও ম্যাচের টিকিট বিক্রি শুরুর মাত্র ৬ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় জাতীয় স্টেডিয়ামের সকল টিকিট। উত্তেজনাপূর্ণ এই ম্যাচ কে নিয়ে জামাল বললেন, ‘অনেক ব্যতিক্রম কিছু হতে পারে, সবকিছুকে স্বাভাবিকভাবে নিতে হবে’।

ভারত আক্রমণাত্মক ফুটবল খেললে বাংলাদেশও গোল করার সুযোগটা কাজে লাগাবে বলে মনে করছেন জামাল। নিজেদের দুর্বলতা ও সম্ভাবনার কথা উল্লেখ করে জামাল বলেন, ‘ডিফেন্সে আমাদের সমস্যা আছে। তবে ভারত যদি অনেক ওপরে উঠে খেলে, তাহলে আমরা সামনে অনেক জায়গা পাব। আক্রমণে যারা খেলবে ওরা অনেক গতিময় খেলোয়াড়। রাকিব সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতগতির খেলোয়াড়। তাঁকে যদি ঠিকমতো ব্যবহার করতে পারি, তাহলে ভারতের যে’ই থাকুক না কেন, রাকিব যেকোনো রক্ষণ তছনছ করতে পারে।’

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল