Connect with us
ক্রিকেট

বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম

তামিম ইকবাল
বিপিএল থেকে নাম প্রত্যাহার করলেন তামিম। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আসন্ন বিপিএলে থাকছেন না। নিলাম শুরুর আগেই তিনি খেলোয়াড় ড্রাফট থেকে নিজের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান। বিষয়টি বিপিএল গভার্নিং কাউন্সিল নিশ্চিত করেছে। তামিমও ক্রিকবাজে বলেছেন, তিনি বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীসকে নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন।

এদিকে ২০১২ সালে বিপিএল শুরুর পর থেকে প্রতিটি আসরে দেখা গেছে তামিমকে। পারফরম্যান্সের দিক থেকেও তিনি ছিলেন টুর্নামেন্টের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। শেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের নেতৃত্বে ছিলেন তিনি। দলকে এনে দেন শিরোপা। একবার টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন। সামনে থেকে নেতৃত্ব এবং ধারাবাহিক ব্যাটিংয়ে বরিশালকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এবার বরিশাল দলই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছে সময়সংকটের কারণ দেখিয়ে। সেই সিদ্ধান্তের পর থেকেই তামিমের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।

তামিমের না খেলার সিদ্ধান্তে খুব বেশি বিস্ময় দেখা যায়নি। কারণ গত মার্চে ঘরোয়া এক ম্যাচে খেলার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর তিনি আর মাঠে নামেননি। দীর্ঘ পুনর্বাসন, অনুশীলনে ফেরা না হওয়া এবং প্রস্তুতির ঘাটতি সবকিছু মিলেই তার বিপিএলে অংশের সম্ভাবনা কমে যাচ্ছিল। তাছাড়া ক্রিকেটের বাইরেও তামিম এই সময় নির্বাচনী প্রক্রিয়াতে যুক্ত হয়েছিলেন, কিন্তু বোর্ডে ‘সরকারি হস্তক্ষেপের’ অভিযোগ তুলে শেষপর্যন্ত সেখান থেকেও সরে দাঁড়ান।



৩৬ বছর বয়সী এই ওপেনারের ক্রিকেটে ফেরার পথ তাই আরও অনিশ্চিত হয়ে গেল। দেশের অন্যতম সেরা ব্যাটার হিসেবে তার মাঠে ফেরা অনেকেই দেখতে চান। কিন্তু এবার বিপিএল থেকেও নাম প্রত্যাহারের পর তার ফেরার পথটা আরও দীর্ঘ হয়ে গেল।

এদিকে এবারের বিপিএলের প্লেয়ার ড্রাফটস এর পরিবর্তে নিলাম অনুষ্ঠিত হবে। প্রথমে নিলামের তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করলেও তা পরিবর্তন করে ২৩ নভেম্বর ধার্য করা হয়। আগামী ২৩ নভেম্বর হোটেল লা মেরিডিয়ানে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত বিপিএল এর নিলাম।

ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট