বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ভারতের বিপক্ষে ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং এতে বাড়তি রোমাঞ্চ থাকবে। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচের আগে প্রীতি ম্যাচ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি, যেখানে বাংলাদেশ ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে। আগামীকাল ১৮ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ৮ টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারতের সাথে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেটা ক্রিকেট কিংবা ফুটবল যাই হোক দুদলের খেলা হলে ক্রিড়াপ্রেমী সকল মানুষই উৎসুক হয়ে থাকেন খেলা উপভোগ করার জন্য।
জামাল ভূঁইয়া তাই মনে করেন, “ভারতের বিপক্ষে এই ম্যাচটি অনেক টাইট হবে। এই ম্যাচ শুধু ফুটবল প্রেমীদেরই নয়, বরং যারা নিয়মিত ফুটবল অনুসরণ করেন না, তারাও খেলা দেখতে আগ্রহী হবেন”।
ভারতের বিপক্ষে ম্যাচে হামজার ভূমিকা নিয়ে জামাল ভূঁইয়া বলেন, “দলে সবাই গোল করতে চায়, তবে হামজা অনেক লাকি সেজন্য ইতোমধ্যেই সে চার গোল করে ফেলেছে।” তাছাড়া ডি-বক্সের ভেতরে সে অনেক ভালো খেলে। যেটা তার গোল করার মাঝে আলাদা মাত্রা দেয়। আপনারা দেখেছেন ওইদিন (নেপাল ম্যাচে) সে বক্সের ভেতর থেকে কীভাবে বাইসাইকেল শটে গোল করেছে।
উল্লেখ্য, আগামীকাল ১৮ নভেম্বর দুই দল মুখোমুখি হলেও এই ম্যাচের জয় পরাজয় দিয়ে কেউই এশিয়ান কাপ বাছাইয়ে উত্তীর্ণ হতে পারবে না। দুদলই ইতোমধ্যে বাছাই থেকে ছিটকে পড়েছে, তাই এই ম্যাচটা এখন মূলত মর্যাদা রক্ষার লড়াই।
সর্বশেষ, হংকংয়ের বিপক্ষে ম্যাচ হেরে বাংলাদেশ তাকিয়ে ছিল ভারতের ম্যাচের দিকে। কেননা তারা জয় পেলে বাংলাদেশের আশা কিছুটা হলেও টিকে থাকতো। কিন্তু ভারতের হারের মধ্য দিয়ে দুই দলেরই বিদায় নিশ্চিত হয়েছে। এখন চার ম্যাচ শেষে বাংলাদেশ ও ভারত দুই দলের পয়েন্টই ২। অন্যদিকে হংকং ও সিঙ্গাপুরের সমান ৮ পয়েন্ট। সি- গ্রুপ থেকে তাই মূলপর্বে যাচ্ছে হংকং অথবা সিঙ্গাপুর। তবে ভারতের সমান ২ পয়েন্ট হলেও টেবিলের তিনে অবস্থান করছে বাংলাদেশ। বিপরীতে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে ভারত।
ক্রিফোস্পোর্টস/১৭নভেম্বর২৫/টিএ