Connect with us
ফুটবল

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই : বাংলাদেশের ম্যাচগুলো কবে-কখন

U-17 Asian Cup Qualifiers: When Bangladesh will play their matches.
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ছবি- সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আরেকটি মিশনে নামছে বাংলাদেশ। এবার বাছাইপর্ব খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। অনূর্ধ্ব-২৩ দলের পর জাতীয় দলও বাছাইপর্ব থেকে ছিটকে গেছে। এবার অনূর্ধ্ব-১৭ দলের সামনে সুযোগ রয়েছে মূল পর্বে জায়গা করে নেওয়ার। 

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী চীন ও বাহরাইন। এছাড়া ব্রুনাই, তিমুরলেস্তে ও শ্রীলঙ্কাও রয়েছে এই গ্রুপে। বাছাইপর্বে এই গ্রুপের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে চীনে।

আগামী ২২ নভেম্বর তিমুরলেস্তের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ। চীনের টংলিয়াংলং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এরপর ২৪ নভেম্বর ব্রুনাইয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ইয়ংচুয়ান স্পোর্টস একাডেমিতে অনূষ্ঠিত হবে ম্যাচটি।



বাংলাদেশের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২৬ নভেম্বর টংলিয়াংলং স্টেডিয়ামে লঙ্কানদের মুখোমুখি হবে লাল-সবুজের দল। ২৮ নভেম্বর ইয়ংচুয়ান স্পোর্টস একাডেমিতে শক্তিশালী বাহরাইনকে মোকাবিলা করবে বাংলাদেশ। বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। ৩০ নভেম্বর টংলিয়াংলং স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

একনজরে বাংলাদেশ ম্যাচের সময়সূচি :

২২ নভেম্বর- বাংলাদেশ বনাম তিমুর লেস্তে

২৪ নভেম্বর- বাংলাদেশ বনাম ব্রুনাই

২৬ নভেম্বর- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

২৮ নভেম্বর- বাংলাদেশ বনাম বাহরাইন

৩০ নভেম্বর- বাংলাদেশ বনাম চীন

বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। বাহরাইনের বিপক্ষে চতুর্থ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১টায়। আর চীনের বিপক্ষে শেষ ম্যাচটি বিকাল ৫টা ৩৫ মিনিটে মাঠে গড়াবে।

উল্লেখ্য, ২০২৬ অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবের মাটিতে। আসন্ন এই টুর্নামেন্টে অংশ নেবে ১৬টি দল। স্বাগতিক সৌদি আরবসহ মোট ৯টি দল সরাসরি এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে। বাছাইপর্বে ৭ গ্রুপে ভাগ হয়ে মোট ৩৮টি দল অংশ নেবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল মূল পর্বের টিকিট পাবে।

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল