বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আজ রাতে আর্মেনিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ৮টায় ড্রাগাও স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে জয় কিংবা ড্র করলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে রবার্তো মার্টিনেজের দল।
তবে, হারলে বিপদের সম্ভাবনা রয়েছে পর্তুগালের। কেননা, অন্য ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে আয়ারল্যান্ড জয় পেলে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে আইরিশরা। সেক্ষেত্রে প্লে-অফের বাধা উতরে বিশ্বকাপ খেলতে হবে রোনালদোদের।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে রোনালদোকে পাচ্ছে না পর্তুগাল। এমনকি যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের শুরুতে কয়েকটি ম্যাচেও রোনালদো কে ছাড়াই মাঠে নামতে হতে পারে পর্তুগালকে।
তবে, ম্যাচের আগে দলের প্রতি শুভকামনা জানিয়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, ‘চলো দল! আজ এবং সব সময় আমরা একসাথে থাকব পর্তুগাল ও আমাদের পতাকার জন্য।’
ম্যাচের আগে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ বলেন, রোনালদো নিজের ভুল বুঝতে পারছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেন, ‘ম্যাচের উত্তাপ, মুহূর্তের আবেগ, ভালো ফল না পাওয়ার হতাশা; ফুটবলে এমন ঘটনা ঘটেই। এমন এক মুহূর্তে ক্রিস (রোনালদো) এমন প্রতিক্রিয়া দেখিয়েছিল, যা তার জন্য বিপদ ডেকে আনে। অবশ্যই, সে জানে এটা সে করতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেছে। সে জানে সে ভুল করেছে, এবং দুর্ভাগ্যজনকভাবে, রোববার আমাদের সাহায্য করতে পারবে না।’
এর আগে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক লাল কার্ড দেখেছেন রোনালদো। ফলে, ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে রোনালদোর খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।
মূলত ঘটনার শুরু ম্যাচের প্রথমার্ধে। ডারা ও শিয়ার সঙ্গে ধাক্কাধাক্কির সময় কনুই ব্যবহার করেন রোনালদো। মাঠের রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআরের মাধ্যমে রেফারি সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়। ফলে পর্তুগিজ ফরোয়ার্ড বাদ পড়েন ম্যাচ থেকে।
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/এআই