ঢাকায় বসছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। আগামীকাল (১৭ নভেম্বর) পর্দা উঠবে এই টুর্নামেন্টের। টুর্নামেন্ট শুরুর আগের দিন অফিশিয়াল ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।
আজ রবিবার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ট্রফির মোড়ক উন্মোচন করেন প্রধান উপদেষ্টা। সেখানে উপস্থিত ছিলেন এই নারী কাবাডি বিশ্বকাপে অংশগ্রহণকারী ১১টি দেশের অধিনায়ক। এছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও সেখানে উপস্থিত ছিলেন।
ট্রফি উন্মোচন শেষে ১১ অধিনায়কের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। তিনি অংশগ্রহণকারী দেশগুলোকে স্বাগত জানিয়েছেন। এছাড়া টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য সংগঠক, খেলোয়াড় ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এবারের নারী কাবাডি বিশ্বকাপে মোট ১৬টি দেশের অংশগ্রহণের কথা ছিল। তবে নানা জটিলতার কারণে অংশ নিতে পারেনি ৫টি দল। শেষ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশসহ মোট ১১টি দল নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। দলগুলো হলো— বাংলাদেশ, ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জানজিবার।
আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। প্রতিদিনই খেলা অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।
প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে ভারতে। সেই আসরের ফাইনালে ইরানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারতীয় নারী দল।
এক যুগেরও বেশি সময় পর ফের মাঠে গড়াচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ। এবারের আসরটিও ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রথমে ভেন্যু নির্ধারণ করা হয়েছিল রাজগিরে। পরে তা হায়দরাবাদে সরিয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত ভারতের বাইরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট।
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/বিটি